ছিঃ! সব সীমা পার করল বাংলাদেশ, স্বাধীনতা নিয়ে আসা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, করা হল হেনস্থা

বাংলাহান্ট ডেস্ক : বীরত্ব দেখিয়ে দিনের পর দিন সংগ্রাম করে এসেছিল রক্ত জল করা স্বাধীনতা। আর যারা সেই স্বাধীনতা এনে দিয়েছিল বাংলাদেশকে (Bangladesh), সেই মুক্তিযোদ্ধাদেরই দুর্দশার শেষ নেই ‘নতুন’ বাংলাদেশে (Bangladesh)। ইউনূসের শাসনকালে নতুন করে ইতিহাস লেখা হচ্ছে ওপার বাংলায়। শেখ মুজিবের ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে তদারকি সরকার। আর এবার গলায় জুতোর মালা পরিয়ে চূড়ান্ত হেনস্থা করা হল একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে।

বাংলাদেশে (Bangladesh) চরম অসম্মান মুক্তিযোদ্ধাকে

হাসিনা সরকারের পতনের পরেই উত্তপ্ত অশান্ত বাংলাদেশে (Bangladesh) একাধিক জায়গায় শেখ মুজিবের মূর্তি ভাঙতে দেখা গিয়েছিল ক্ষুব্ধ ছাত্রনেতাদের। মুক্তিযোদ্ধাদেরও অসম্মান করার মতো একাধিক ঘটনা ঘটেছিল। এবার ফের এক মুক্তিযোদ্ধার সঙ্গে চরম হেনস্থার ঘটনা ঘটল। জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘুরিয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে স্থানীয়দের কাছে।

Muktiyoddha disrespected in Bangladesh video viral

 

জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়: জানা যাচ্ছে, ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। একাত্তরের মুক্তিযুদ্ধে (Bangladesh) ‘বীর প্রতীক’ খেতাবও পেয়েছিলেন তিনি। কিন্তু ইউনূসের আমলে সম্মানের বদলে তাঁর কপালেই জুটল জুতোর মালা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রকাশ্যে জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরানো হয় বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে। হাত জোড় করে ক্ষমা চাইতেও বাধ্য করা হয় তাঁকে।

আরো পড়ুন : ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক ছিলেন মহাত্মা গান্ধী! অভিজিতের মন্তব্যে বিতর্কের ঝড় নেটপাড়ায়

এলাকা ছাড়া করার হুমকি: জানা গিয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধা। কয়েকজন যুবক তাঁর সঙ্গে এমন আচরণ করেন বলে অভিযোগ। আরো জানা যাচ্ছে, তাঁকে কুমিল্লা থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যমকে মুক্তিযোদ্ধা জানান, হঠাৎ করে তাঁকে একা পেয়ে জুতোর মালা পরিয়ে ভিডিও শুরু করে কয়েকজন যুবক।

আরো পড়ুন : আতঙ্কের নাম ‘পুষ্পা’! আল্লুর বাড়িতে ভাঙচুর, বিক্ষোভ জনতার, ফিকে সাফল্য

অসহায় বৃদ্ধ বলেন, ‘মামলা করে কী হবে! ওরা সবাই জামাতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও ওদের কখনো কোনো ক্ষতি করিনি। উলটে আওয়ামী লীগের রোষানলে পড়ে বেশ কিছু বছর তিনি এলাকা ছাড়াও ছিলেন। এই ভিডিও নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ সরকার। স্বাধীনতার জন্য লড়াই করা মুক্তিযোদ্ধাদেরই এমন অসম্মান দেখে তীব্র সমালোচনা চলছে সর্বত্র।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর