মুকুল-দিলীপকে কালিমালিপ্ত করার জন্য আইনটি নোটিশ পাঠাতে চলেছে বিজেপি,ফেক খবর আর নয়!

উদয়ন বিশ্বাস, কলকাতা – ফের রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপির মধ্যে বিভাজন করার চেষ্টা কয়েকটি সংবাদমাধ্যমের। গতকাল বাংলার কিছু অনলাইন সংবাদমাধ্যম তারা প্রচার করতে শুরু করে ২০১৯এ লোকসভা নির্বাচনে মুকুল রায়ের ভূমিকা তেমন গুরুত্বপূর্ণ নয় এবং সাম্প্রতিক বিজেপির তার অবস্থান গুরুত্বপূর্ণ নয়। সেই পরিপ্রেক্ষিতে এবার নড়ে চড়ে বসল রাজ্য বিজেপি ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।

জানা যাচ্ছে গতকাল যে সমস্ত সংবাদ মাধ্যম ভুল খবর পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য বিজেপি এবং দিলীপ ঘোষ এই ভিডিওর বা কোন সত্যতা প্রমান করতে পারিনি বলে জানা যাচ্ছে।

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন মুকুল রায় থেকে নিশীত প্রামাণিক এর গুরুত্ব অনেক বেশি। এছাড়া রাজ্যে বিজেপিতে তুলনা মূলক ভাবে গুরুত্ব অনেক কম। সেই খবর প্রকাশ করার পরেই রাজনীতির মধ্যে আলোরন সৃষ্টি হয়। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন মুকুল অনুগামীরা দলের মধ্যে ভালো কাজ করছেন। দিলীপ ঘোষ এবং মুকুল রায় সেই বিভাজনকে নষ্ট করার চক্রান্ত করছে তৃণমূল কিন্তু তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয় গতকালই দিলীপ ঘোষ সত্যতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠাতে চলেছেন বলে জানা যাচ্ছে।

মুকুল রায় এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি কিন্তু বিজেপি সূত্রে খবর বাজারে টিকে থাকার জন্য এবং মুকুল এবং দিলীপ খবর করে প্রকাশ্যে আনার জন্য কিছু মিডিয়া। এই অনৈতিক যুক্তি সাজাচ্ছে। রাজনীতির পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক।

 

সাম্প্রতিক একাধিকবার মুকুল এবং দিলীপ সমন্বয় করে কাজ করেছেন এবং আগামী পৌরসভা এবং বিধানসভায় মুকুল এবং দিলীপের একসাথে কাজ হবে বলে জানিয়েছেন কেন্দ্র নেতৃত্ব৷ আগামী পৌরসভা এবং বিধানসভা ভোটের আগে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুকুল রায় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং মুকুল রায় ও দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা সবাই দলের হয়ে কাজ করছি।

images 2019 09 09T204619.737

এখানে ব্যক্তি কোনো বড় কথা নয় এখানে দলকে প্রাধান্য দেওয়ায় মূল কারণ, আর একটি কথা শোনা যাচ্ছে লোকসভা ভোটের আগে যেভাবে মুকুল রায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, খগেন মুর্গ,নিশীথ প্রামানিক, ভারতী ঘোষ,অর্জুন সিং এর মতো একাধিক নেতাকে যোগদান করিয়ে বেশ কিছুটা বেকায়দায় ফেলেছে তৃণমূলকে। তারই পাল্টা হিসেবে বিজেপি চাপে রাখার চেষ্টা। ভুল খবর ছড়ানো হচ্ছে বাজারে বলে দাবী করা হয়ছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর