বাংলায় গণ আন্দোলনের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বললেন মুকুল রায়

বাংলা হান্ট ডেস্কঃ আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উনি আজ বিধানসভায় গিয়ে নিজের ইস্তফা দেন। বিধানসভার স্পিকার বেরিয়ে যাওয়ার পরেও ওনার ইস্তফা আটকায়নি। বিধানসভার সচিবের হাতে তিনি ইস্তফা পত্র দিয়ে বেরিয়ে যান তিনি। সাত থেকে আট মিনিটের মধ্যে ওনার ইস্তফা পর্ব শেষ হয়।

ওনার এই ইস্তফার পর বিজেপির নেতা মুকুল রায় বলেন, ‘বাংলায় গণ আন্দোলন গড়ার পক্ষে এটা বড় সিদ্ধান্ত।” বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘উনি যদি দলে আসেন, আমরা নেওয়া জন্য প্রস্তুত আছি।” আরেকদিকে, সুত্রের খবর অনুযায়ী আগামীকাল দিল্লী উড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার তিনি নিজের গড়েই বিজেপিতে যোগ দেবেন বলে খবর।

আরেকদিকে, আজ শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে পতপত করে উড়ছে বিজেপির পতাকা। দাদার অনুগামীরাই বিজেপির পতাকা লাগায় শুভেন্দুর সহায়তা কেন্দ্রে। তাঁরা জেনে গিয়েছে যে, দাদা এবার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছে। আর অপেক্ষা মাত্র দুদিনের, তারপরেই নতুন রুপে দাদাকে পাবে মেদিনীপুরের মানুষ। আর তার আগে দাদার অনুগামীরা প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সুত্রের খবর অনুযায়ী, আগামীকালই দিল্লী উড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর ওনার দিল্লী যাওয়ার আগে খেজুরির হেঁড়িয়ায় বিজেপির পতাকা টাঙাল দাদার অনুগামীরা।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর