তৃনমূল আমি তৈরি করেছি,পরে মমতা যোগদান করেছেঃ মুকুল রায়

বাংলাHunt : গতকাল উত্তর ২৪পরগনা কাঁচরাপাড়া একটি কর্মীসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর সহ সমস্ত উচ্চ নেতৃত্ব এবং কর্মীদের সাথে কথা বলেন কিভাবে আগামী দিন তৃণমূলের হাত শক্ত করা যায় সেই দিকে তিনি বার্তা দিয়েছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী কয়েকটি ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা মুকুল রায়কে। মমতা ব্যানার্জী বলেন আমি বিশ্বাস করেছিলাম কিন্তু দলের অনেকেই বলেছিলো যে একজন গাদ্দার মুকুল রায় অর্থাৎ এই দোষ আমার,এরপর বলেন যখন তৃণমূল দলটা তৈরি হয় সেই দলটি তৈরি করেছিলাম আমি এবং মমতা ব্যানার্জি তখন কংগ্রেসের আছেন অর্থাৎ তৃণমূল দলটা আমি তৈরি করি এবং পরে মমতা ব্যানার্জি যোগদান করেন।

e41d3 646794 mukul roy mamataতা হলে মমতা ব্যানার্জী কি কংগ্রেসের সাথে গদ্দারি করেনি।

সম্পর্কিত খবর