বাংলা হান্ট ডেস্ক: BJP নেতা মুকুল রায় এবার পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন নিয়ে আক্রমনাত্মক সুরে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বলেন, ” রাজ্যে ১২৮টি পৌরসভা ও ১০টি পৌরনিগম রয়েছে, এগুলোতে যদি নির্বাচন করা হয় তাহলে তার অধিকাংশ জায়গাতেই বিজেপি জয়লাভ করবে৷ কারণ মুখ্যমন্ত্রী সংবিধানই মানেন না। আর নির্বাচনে তিনি জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগালে আখেরে লাভ হবে বিরোধীদেরই।” সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যাওয়ার পথে মালদায় এমনই মন্তব্য করলেন মুকুল রায়।
এদিন মুকুল বলেন, “রাজ্যের কোন জায়গাতেই এখন আইনের শাসন চলছে না। বাংলায় যে আর কতদিন লোকতন্ত্র চলবে তা নিয়েও বিরাট একটা প্রশ্ন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই সংখ্যাটি এখনও পর্যন্ত ৩৫। এই সমস্ত কারণগুলোর জন্যই কেন্দ্রীয় সরকার ও বিজেপির পক্ষ থেকে সংকল্প যাত্রার ডাক দেওয়া হয়েছে। সেই যাত্রাকে কেন্দ্র করে এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি চলছে।”
উল্লেখ্য, রাজ্যের বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেছে, উদ্দেশ্য নতুন বাংলা। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে বিজেপির ৭ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতিভবনে যায়। এই সংক্ষিপ্ত দলটির মধ্যে ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, সাংসদ অর্জুন সিং, সাংসদ এসএস আলুওয়ালিয়া, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও বিজেপি নেতা মুকুল রায়। রাজনৈতিক মহলের একাংশ সন্দেহ করছে এর পেছনে কি কোনো মতলব আছে বিজেপির? তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করাতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির? শুরু হয়েছে জল্পনা।