দলবদলের পর প্রথমবার কৃষ্ণনগরে পৌঁছেই অস্বস্তিতে মুকুল, সংবর্ধনা সভা ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা

বাংলা হান্ট ডেস্কঃ কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে জিতে বিজেপির বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু ভোট মিটতে না মিটতেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের একবার দলবদল। রাজনৈতিক চানক্য মুকুল রায় (Mukul Roy) এখন অফিশিয়ালি তৃণমূলের সদস্য। যদিও দলবদল করলেও রাজনৈতিক তরজা এখনও পিছু ছাড়েনি। কারণ দল ছাড়লেও এখনও বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি রায়সাহেব। আর সেই কারণেই পিএসি সদস্য পদে মনোনয়ন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

এই জল্পনার মধ্যেই এবার কৃষ্ণনগর উত্তরের মানুষের কাছে গেলেন বিধায়ক মুকুল রায়। এদিন সেখানে একটি সংবর্ধনা সভায় যোগদান করার কথা ছিল তার। কিন্তু এই সভাতেই তাকে ঘিরে শুরু হয় বিশৃঙ্খলা। বিধায়কের কাছে পৌঁছানোর জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছিল মানুষের মধ্যে। যদিও খুব দ্রুত সভাস্থল ছেড়ে বেরিয়ে আসেন মুকুল রায়। নির্বাচনের পর এই প্রথম বার কৃষ্ণনগরের মানুষের কাছে পৌঁছেছিলেন তিনি। কিন্তু তারই মধ্যে কেন এ ধরণের বিশৃঙ্খলা ছবি তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি কৃষ্ণনগরের বিধায়ক।

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ফল মেলেনি। তবে মানুষের এই চাঞ্চল্যই হয়তো বুঝিয়ে দিল এই বর্ষীয়ান নেতার ফের একবার দলবদলকে কিভাবে নিয়েছেন তারা।

mukul roy 2

যদিও এই মুহূর্তে তাকে কেন্দ্র করেই আগামী দিনে ভারত জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল। বাংলায় বিজেপির ঘর ভাঙনে অগ্রণী ভূমিকাও নিচ্ছেন তিনি। এখন আগামী দিনে এই পরিস্থিতি কি দাঁড়ায় সে দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর