দলবদলের জের, মুকুলের মাথার ছাদ কেড়ে নিচ্ছে কেন্দ্র!

বাংলা হান্ট ডেস্কঃ দলবদলুদের উপর নানাভাবে চাপ বাড়াতে দেখা গিয়েছে তৃণমূল-বিজেপি দুই শিবিরকেই। একদিকে যেমন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari ) উপর চাপ বাড়িয়ে তাকে একের পর এক অরাজনৈতিক পদ থেকে সরিয়ে দেওয়ার পিছনে প্রচ্ছন্ন ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তেমনি অন্যদিকে মুকুল রায়কে (Mukul Roy ) নিয়েও নিজেদের মতো করে চাপ বাড়ানোর চেষ্টা করেছে বিজেপি (BJP )। খাতায়-কলমে এখনও কৃষ্ণনগরের বিজেপি থেকে জিতে আসা বিধায়ক হলেও বেশ কয়েকদিন আগেই ফুল বদল করেছেন বঙ্গ রাজনীতির রায়সাহেব।

এবার তার উপরে আরও কিছুটা চাপ বাড়ালো গেরুয়া শিবির। মুকুল রায়ের দিল্লির বাড়ি খালি করার জন্য কার্যত চাপ দেওয়া হলো তার উপর। যদিও এই মুহূর্তে সংসদের কোন কক্ষের সদস্য নন মুকুল। তাই দিল্লিতে তার কোন নিজস্ব সংসদ আবাসন থাকার কথা নয়। তবে বিজেপিতে থাকাকালীন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta) অতিথি হিসেবে বিজেপিতে থাকাকালীন ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে থাকতেন তিনি।

আগে এই বাড়ির সামনে লাগানো থাকত নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহের (Amit Shah) কাটাউট। কিন্তু রায়সাহেব ফুল বদল করার পর কাট আউটও বদলে যায়। এখন সেখানে রয়েছে মমতা ব্যানার্জি (Mamata Banerjee ) এবং অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) ছবি সম্বলিত একটি ব্যানার। অনেকেই মনে করছেন, এই বড় পরিবর্তন প্রকাশ্যে আসতেই স্বপন দাশগুপ্তকে নির্দেশ দেওয়া হলো দ্রুততার অতিথি সরিয়ে বাড়ি খালি করতে হবে। এই মর্মে তাকে একটি চিঠিও পাঠিয়েছে সংসদ আবাসন কমিটি। পারতপক্ষে চাপটা যে মুকুল রায়ের উপরেই তা বলাই বাহুল্য।

mukul roy 2

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কার্যত জমজমাটি প্রতিযোগিতা চলছে দুই শিবিরে। একদিকে যেমন শুভেন্দুর উপরে চাপ বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল, তেমনি অন্যদিকে মুকুলের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপিও। তবে তৃণমূলের পক্ষ থেকে জানা গিয়েছে, ওই সংসদ ভবনটি যাতে তৃণমূল সাংসদ দোলা সেনকে দেওয়া হয়, এই মর্মে আবেদন জানিয়েছেন তারা। এখন সেই আবেদন অবশ্য গ্রাহ্য হবে কিনা সে উত্তর দেবে সময়ই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর