তৃনমূল সরকারের পতনের জন্য অমরনাথে পুজো দিলো মুকুল রায়

উদয়ন বিশ্বাস, বাংলাHunt : ২০২১ এর বাংলায় বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের অন্যতম কাণ্ডারির ভূমিকায় দেখা যাবে বিজেপি নেতা মুকুল রায়কে, তিনি ইতিমধ্যে তৃণমূল থেকে বিজেপিতে আসার পর দুটি নির্বাচনে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে রাজ্য বিজেপি। মুকুল রায়ের কর্মকান্ডে খুশি কেন্দ্র নেতৃত্ব। পরিসংখ্যান পঞ্চায়েতে সন্ত্রাসের মধ্যেও বিজেপি সাত হাজারের ওপর পঞ্চায়েত দখল করেছে এবং সাম্প্রতিক লোকসভায় তারা প্রায় ২০টি আসন পেয়েছে কারণ আরামবাগ এবং আরেকটি লোকসভা কেন্দ্রের যদি এখনো গণনা করা হয় তাহলে দেখা যাবে ওখানে বিজেপি জিতেছে বলে দাবি করছেন মুকুল রায়।

IMG 20190725 WA0057
Mukul roy in amarnath mandir

দুই থেকে ১৮টি আসনে জয়লাভ করেছে বিজেপি এবং বিজেপি বাংলা স্বপ্ন দেখছে ২০২১ বিধানসভা নির্বাচন জয় লাভ করা। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে নেই তারাও তাদের রনকৌশল ঠিক করেছে তাই প্রশান্ত কিশোরের মতন বিখ্যাত স্ট্যাটাস কে এনেছে। এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসে?

কিন্তু মুকুল রায়ের দাবি তিনি অমরনাথের গিয়ে পুজো দিয়েছেন এবং বলেছেন বাংলায় গণতন্ত্র ফিরে আসে তার জন্য। কারণ ২০১১সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে মানুষের কাছে প্রধান এবং দাবি ছিল যে ৩৪ বছর সিপিএম যে গণতন্ত্র হত্যা করেছে সেটি ফিরিয়ে দিতে হবে তৃণমূল গণতন্ত্রকে হত্যা করেছে অর্থাৎ যদি বাংলা দখল করতে পারে তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে মনে করছে বিজেপি নেতা মুকুল রায়,

তিনি আরো জানিয়েছেন দেশের এতগুলি রাজ্যে বিজেপি সরকার চলছে কোথাও গণতন্ত্র হত্যা হয় না শুধুমাত্র বাংলায় হয় কারণ, বাংলায় তৃণমূল গণতন্ত্র হত্যা করেছে। সেই পরিপ্রেক্ষিতে অমরনাথের গিয়ে তিনি ২০২১ এ তৃণমূলের পতনের জন্য পুজো দিলেন এবং অমরনাথ থেকে তিনি দাবি করেন বাংলায় গণতন্ত্র বিজেপিকে জেতানোর মানুষকে আহবান করলে।

IMG 20190725 WA0056
Mukul roy in amarnath yatra

এখন শেষ হাসি কে হাসে সেটা ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর জানা যাবে।মুকুল রায়ের ম্যাজিক কি আবার বঙ্গ রাজনীতির কাজ করবে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।


সম্পর্কিত খবর