বাংলা হান্ট ডেস্ক : অসমে এনআরসি চালু হওয়ার পর রাজ্যে এনআরসি চালু হবেই এমনটাই কার্যত হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া বাহিনী৷ আর তাই এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক টানাপড়েনের সৃষ্টি হয়েছে৷ যদিও বিজেপির তরফে বলা হয়েছে রাজ্যে এনআরসি চালু হলে শুধুমাত্র বাংলাদেশি মুসলিমদের তাড়ানো হবে, কোনও হিন্দুকে রাজ্য থেকে তাড়ানো হবে না৷ তবে এনআরসি নিয়ে আতঙ্কের জেরে এবার মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়৷
এনআরসি চালু হলে কারা সুরক্ষিত থাকবেন? কাদেরই বা ভয় বেশি? জয়প্রকাশ মজুমদারের সঙ্গে মনোনয়ন পেশ করতে আসার পর মঙ্গলবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে মুকুল রায় অযথা এনআরসি নিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তোলেন পাশাপাশি ভোটে জিততে এনআরসি আতঙ্ককে হাতিয়ার করছে বলেও অভিযোগ তোলেন মুকুল রায়৷
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা দেবী শরণার্থীর সংজ্ঞা জানেন না কে শরণার্থীকে অনুপ্রবেশকারী বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে৷ তবে এখানেই থেমে থাকেননি রাজ্যে এনআরসি চালু হলেই কারও ভয় নেই বলেও জানান তিনি, বিজেপি শিবিরের ভূয়সী প্রশংসা করে রাজ্যে যত হিন্দু মতুয়া নমশূদ্র আছে তাদের সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান৷
1971 সাল থেকে পূর্ব বঙ্গের সংখ্যালঘু যাঁরা এ রাজ্যে রয়েছেন তাঁদেরও কোনও চিন্তা নেই বলে জানিয়েছেন মুকুল৷ তবে শুধুমাত্র এনআরসি নিয়ে কথা বলেননি আসন্ন বিধানসভা নির্বাচনে করিমপুরের প্রার্থী জয়প্রকাশ মজুমদারের জয় নিয়েও একশো শতাংশ আশাবাদী মুকুল রায়, এমনটাও জানিয়েছেন তিনি৷