তৃণমূলে ঢুকেই পুরস্কৃত হতে চলেছেন মুকুল, পেতে পারেন পুরনো পদ

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য সদ্য বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায় (mukul roy)। দলত্যাগ করলেও, পদত্যাগ এখনও করেননি মুকুল রায়। তবে ঘরে ফিরেই লেগে পড়েছেন, কিভাবে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কর্মকাণ্ডে।

মুকুল রায়ের সঙ্গে বিজেপি ছেড়েছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়ও। শুক্রবার তৃণমূলে যোগ দিয়েই শনিবার পিতা পুত্র দুজনে মিলে একান্ত সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, সেই বৈঠকে ঘরে ফিরতে উৎসুক নেতৃত্বদের তালিকা অভিষেকের হাতে তুলে দিয়েছেন মুকুল রায়।

mamata mukul 1 1

তৃণমূল ছেড়ে যাওয়ার আগে দলের সহ সভাপতি হিসাবে দায়িত্ব সামলাতেন মুকুল রায়। তবে তিনি ফিরে আসার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, তাঁকে আবারও আগের মতন গুরুত্বই দেওয়া হবে দলে। ফলে আবারও তৃণমূলের সহসভাপতির পদ ফিরে পেতে পারেন মুকুল রায়। সঙ্গে থাকবে একগুচ্ছ দায়িত্ব। সেইসঙ্গে থাকবে, বাংলার পাশাপাশি একাধিক রাজ্যে তৃণমূলের প্রভাব বিস্তার করার দায়িত্বও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর