সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধন করতে গিয়ে দল বদলের জল্পনা বাড়িয়ে দিতে চলেছেন মুকুল রায়।

বিজেপি নেতা মুকুল রায় এবং বিধানগরের প্রাপ্তন মেয়র সব্যসাচী দত্তের বন্ধুত্বের কথা কম বেশি সকলেরই জানা রয়েছে। আর এবার সল্টলেকে মুকুল রায় আসছেন সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধন করতে। সোমবার দুপুরে মুকুল রায় সল্টলেকের সুইমিংপুল এলাকায় যাচ্ছেন সব্যসাচী দত্তের ক্লাব নামে খ্যাত মাতৃ সংঘ ক্লাবের পুজো উদ্বোধন করতে।

কিছু দিন আগেই বিধানগরের মেয়র পদে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। তারপরেই বিধানগরের প্রাপ্তন মেয়র সব্যসাচী দত্তের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছেন বিজেপি নেতা মুকুল রায়। সেজন্যই সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান দেওয়ার সম্ভবনা বেড়ে গিয়েছে।

IMG 20190902 120729

রাজনীতিতে মুকুল রায়কে নিজের শিক্ষক বলে মনে করেন সব্যসাচী দত্ত। আর তার জন্যই বারেবারে লোকসভা নির্বাচনের আগে এবং পরে মুকুল রায় ও সব্যসাচী দত্তকে একে অপরের সাথে দেখা করতে দেখা গিয়েছে। এই সব থেকেই এখন স্পষ্ট যে শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কোনো দিন তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারেন সব্যসাচী দত্ত।

কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে এই ব্যাপারে প্রশ্ন করা হলে উনি বলেন যে, একজন মেয়র ইতিমধ্যেই আমাদের দলে চলে এসেছেন এবং আর কিছুদিনের মধ্যে আসতে চলেছেন কলকাতা শহরের আরেক মেয়র অর্থাৎ তিনি যে এই কথার মাধ্যমে বিধান নগরের মেয়র সব্যসাচী দত্তের কথা বলতে চেয়েছেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

অনেকে মনে করেছিলেন যে সব্যসাচী দত্ত হয়তো লোকসভা নির্বাচনের আগেই চলে আসবেন বিজেপিতে। কিন্তু তিনি তা করেননি আর এবার তার রাজনৈতিক গুরু মুকুল রায়কে দিয়ে নিজের এবং বিধাননগরের অত্যন্ত জনপ্রিয় গণেশ পুজোর উদ্বোধন করিয়ে তিনি তার দলবদল জল্পনা উসকে দিলেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর