ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। সাধারন মানুষের মাথায় হাত।

বাংলা হান্ট ডেস্ক: রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সাধারন মধ্যবিত্ত মানুষের জন্য চিন্তার কারন। ফের এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ল ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের। গত অগস্ট মাসের থেকে প্রায় ১৫.৫০ টাকা করে দাম বাড়ল রান্নার গ্যাসের। শুঘু তাই নয়, দাম বেড়েছে নন-ডমেস্টিক গ্যাসেরও। নন-ডমেস্টিক গ্যাসের দাম বেড়েছে ৫১ টাকা। কলকাতায় নন-ডমেস্টিক গ্যাসের দাম দাঁড়াল ১১১৪.৫০ টাকা

IMG 20190902 113923 1

কলকাতা ছাড়াও দেশের চারটি বড় শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল।গত অগস্টে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৬০১ টাকা। সেই দাম বেড়ে হল ৬১৬.৫০ টাকা।দিল্লি, মুম্বই ও চেন্নাইতেও দাম বৃদ্ধি পেল রান্নার গ্যাসের।শনিবার থেকে চালু হবে এই নতুন দাম।পুজোর আগে এমন ধাক্কায় মাথায় হাত সাধারন মানুষের।

সম্পর্কিত খবর