মুকুল রায়কে অপহরণ দুই ব্যক্তির, দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ বিধায়ক! থানার দ্বারস্থ ছেলে শুভ্রাংশু

বাংলা হান্ট ডেস্ক : তোলপাড় পশ্চিমবঙ্গ! কৃষ্ণনগরের বিধায়ক তথা তৃণমূল নেতা মুকুল রায় (Mukul Roy) নিখোঁজ। আজ সোমবার রাত সাড়ে ১০টায় তেমনই দাবি করেছেন তাঁর ছেলে তথা বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। শুভ্রাংশু হাপুন নামে পরিচিত।

শুভ্রাংশু সংবাদমাধ্যমকে জানান, ‘বিকেলে দুটো ছেলে বাবাকে নিয়ে বেরিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেছে জানি না। আমি এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছি।’ শুভ্রাংশু জানান, বীজপুর থানাতেও অভিযোগ দায়ের করবেন তিনি।
শুভ্রাংশু যে অভিযোগ করেছেন, তার সহজ অর্থ হল, তাঁর বাবা মুকুল রায়কে কেউ অপহরণ করে নিয়ে গিয়েছে।

mukul roy , son

কোনও এক সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি প্রথমে জাতীয় কর্মসমিতির সদস্য ও পরে সর্বভারতীয় সহ সভাপতি হয়েছিলেন। তা ছাড়া কেন্দ্রে কিছু সময়ের জন্য রেলমন্ত্রীও ছিলেন তিনি। তাঁকে যদি কেউ এভাবে নিয়ে যায়, তা উদ্বেগের বটে।

তবে রাজনৈতিক মহলে জল্পনা মুকুল রায় পরিকল্পিত ভাবেই দিল্লিতে গিয়েছেন। কেউ কেউ আবার দাবি করছেন বিজেপিতে ফিরতে পারেন মুকুল রায়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে, শুভ্রাংশু বলেন, ‘আমি কিচ্ছু জানি না। দিল্লিতে নিয়ে গেছে না অন্য কোথাও তাও জানি না। সেই জন্য পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি।’

মুকুল রায় যদি বিকেলের বিমানে দিল্লি গিয়ে থাকেন তা হলে সে খবর চাপা থাকবে না। কিছুক্ষণের মধ্যেই মুকুল অন্তর্ধান রহস্যের সমাধান হতে পারে। দিল্লি না গিয়ে থাকলে তা রহস্যের হবে বলেই মত সকলের। মুকুল রায় যে খুব সুস্থ ছিলেন তা নয়। তাঁর মস্তিষ্কে সামান্য জল জমেছিল। তা ছাড়া ডিমেনশিয়া রোগের কারণে তাঁর স্মৃতিশক্তি দুর্বল হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর