বাংলা হান্ট ডেস্কঃ ২০১৭ সালে তৃণমূলের নাম্বার টু মুকুল রায় দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলে তিনি সেই সময় সর্বভারতীয় সম্পাদক ছিলেন। আর আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ওনার ছেড়ে যাওয়া পদের উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। চার বছর পর মুকুল আবার তৃণমূলে আমবাগানে। তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজের রাজনৈতিক জীবনের তৃতীয় অধ্যায় শুরু করলেন মুকুল রায়। এদিন ওনার সঙ্গে ওনার পুত্র শুভ্রাংশু রায়ও তৃণমূলে যোগ দেন। উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিন মুকুল রায়ের দলত্যাগ নিয়ে একটি টুইট করে সৌমিত্র খাঁ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলার মীরজাফরের জন্য আজকে বিজেপির এই অবস্থা। ওঁরা যত তাড়াতাড়ি চলে যায়, তত ভালো। আমরা বিজেপির সৈনিক হয়ে ছিলাম, আছি আর থাকব। কোনও বেইমান-গদ্দার আমাদের লড়াই করার মানসিকতা ভেঙে দিতে পারবে না।” তিনি এই টুইটে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়কেও ট্যাগ করেছেন। তিনি এই টুইট করে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি ছাড়বার পাত্র নন।