বাংলা হান্ট ডেস্ক : নারদ কাণ্ডে জোর তদন্ত শুরু করেছে সিবিআই৷ বৃহস্পতিবার এই প্রথম সাড়ে তিন বছর পর নারদ কাণ্ডে অভিযুক্ত আইপিএস এম এস এইচ মির্জা গ্রেফতার হয়েছে সিবিআইয়ের হাতেই৷ এর পর উঠে এসেছে বিজেপি নেতা মুকুল রায় প্রসঙ্গ তাই বৃহস্পতিবার দিন মুকুল রায়কে শুক্রবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছিল৷ যদিও শুক্রবার হাজিরা এড়িয়েছেন বিজেপি নেতা৷ কিন্তু ছাড়বার পাত্র নয় সিবিআই যে বিজেপি নেতা আগেই তাঁকে তলব করা হলে তার আগের দিন উপস্থিত থাকার কথা বলতেন সেই নেতাই গড় হাজির করেছেন তাই আবারও শনিবার তাঁকে তলব করেছে সিবিআই৷
মুকুলের তলব দলে কোনও প্রভাব পড়বে না এমনটাই বক্তব্য জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ স্টিং অপারেশনের ভিডিওতে মুকুল রায়কে দেখা যায়নি এমনটাই দাবি করেছিলেন তিনি, অথচ ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে নারদ কর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন মুকুল রায়৷ তবে মুকুল রায়ের তলব প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ সমস্ত তথ্য সামনে আসা উচিত বলে মনে করছেন পাশাপাশি যাঁদের নাম আছে যাঁদের নাম এসেছে তাঁদের আগেও ডেকেছে এখনও ডাকছে তা নিয়ে দলে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন তিনি৷ এমন কি মুকুল রায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি তাঁর কাছে নাকি সব তথ্য আছে এবং তিনি সব কথা বলবেন বলে জানান মুকুল রায়৷
বৃহস্পতিবার মির্জার গ্রেফতারির পর মুকুল রায় সাফাই গেয়েছিলেন তিনি নাকি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে ব্যবসার কাজের জন্য মির্জার কাছে পাঠিয়েছিলেন৷ তাঁকে কিন্তু টিভির কোনো চ্যানেল এ দেখাতে পারেনি৷ এমনকি কোনও টাকা লেনদেনের প্রসঙ্গ ছিল না বলেও দাবি করেছেন তিনি৷ অন্য দিকে শুক্রবার হাজিরা এড়ালেও শনিবার সিবিআইয়ের মুখোমুখি হতে রাজি হয়েছেন মুকুল রায়৷
পাশাপাশি তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি৷ মির্জা সম্পর্কে আরও তথ্য জানতে চায় সিবিআই তাই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা অন্য দিকে নারদ কাণ্ড সম্পর্কে তিনি আর কী কী জানেন সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান৷