মন্ত্রী হতে পারে মুকুল রায়,বাড়ছে তৃণমূলের চিন্তার কারন

  1. বাংলা হাট ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নতুন করে ক্যাবিনেট সাজাতে চলেছেন। আর সেই ক্যাবিনেট এই স্থান পেতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা মুকুল রায়। গতকাল লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বিপুল ভোটে জয়লাভ করেছে মুকুল রায়।
    3afa6 images 14

২০১৪ সালের লোকসভা নির্বাচনের বিজেপি সারা বাংলায় মাত্র ২ টি আসন পেয়েছিল। কিন্তু এবার সারা বাংলায় বিজেপি পেয়েছে ১৮ টি আসন। মোদি, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ,অমিত শাহ সহ বহু বিজেপি নেতারা এরাজ্যে প্রচারে এসেছেন। কিন্তু সবাই মনে করছেন বিজেপির এই ফলের পেছনে রয়েছে মুকুলের বিরাট অবদান। রাজ্যে এত ভালো ফলের পেছনে যে মুকুল রায়ের বিরাট অবদান রয়েছে তা মেনে নিয়েছে বিজেপি।

জানা গিয়েছে এ রাজ্যের নির্বাচনের সবরকম আপডেট প্রতিমুহূর্তে মোদিকে জানিয়েছেন মুকুল রায়। মুকুল তার কাজের জন্য প্রশংসা পেয়েছেন মোদীর কাছ থেকে। তাই এবার হয়তো মুকুল রায় পুরস্কৃত হতে চলেছেন। মনে করা হচ্ছে,মুকুল কেন্দ্রে মন্ত্রিত্ব গ্রহণ করার পর এ রাজ্যে বিধানসভার ক্ষমতা দখলের লক্ষ্যে এগোতে পারেন।


সম্পর্কিত খবর