“যারা টাকা খেয়েছে তাদের ফেরত দিতে হবে” : মুকুল রায়

Published On:

 

সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম

হুল দিবসের অনুষ্ঠানে ১ লা জুলাই বীরভূমের পাঁচামিতে “বিজেপি পরিবার” সেই দিন পাঁচামি এলাকার গাবারবাথান আদিবাসী শ্রমিক সমিতির সিধু কানহুর মুর্তি উদবোধন করেন এবং মাল্যদান করেন মুকুল রায়। এদিন তার সাথে ছিলেন বিজেপি নেতা দুধকুমার মন্ডল,শৈলেন মাহাতো, বিশিষ্ট সমাজসেবী ডঃ দেবাশীষ দেবাংশী,আদিবাসী গাঁওতার নেতা সুনীল সরেন- সহ অন্যান্যরা।

কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুকুল রায় কাটমানি প্রসঙ্গ এ তিনি বলেন,”আমাদের দলের কেও টাকা চাইছে না।

সাধারণ মানুষ তার টাকা ফেরত চাইছে। যারা টাকা খেয়েছে তাদের ফেরত দিতে হবে।”

X