মমতার প্রধানমন্ত্রী চাই ঃ মুকুল রায়

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী কে হবে এই নিয়ে জোর জল্পনা চলছে বিগত কয়েক মাস ধরে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ৭ দিনে ৭ টা প্রধানমন্ত্রী হবে অখিলেশ, মায়াবতী, চন্দ্রবাবু নাইডু, মমতা বন্দ্যোপাধ্যায়, স্টার্লিং এবং রাহুল গান্ধী , একদিন করে প্রধানমন্ত্রী হবেন মুকুল রায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে মুকুল রায় বলেন, “বাংলায় ৪২ টি আসনে ২০টি আসন পাবে না, তৃণমূলের নেতা নেত্রীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজয়রথ ৩২তারিখ থমকে যাবে এবং ২০২১ এ বিজেপি সরকার গড়বে। “কিন্তু তৃণমূল নেতৃত্ব তা করতে নারাজ, তাদের পাল্টা দাবি ২৩ তারিখ সারা ভারতে বিজেপি ১০০ আসন পাবে না এবং

b57c0 624712 623878 mukul roy mamata বাংলা থেকে তারা খালি হাতে ফিরবে। তাই রবিবার ছুটির দিনে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জী হোক। এছাড়া আরো রাজ্যে সরকারের একাধিক ইস্যুতে কটাক্ষ করেন মুকুল রায়

সম্পর্কিত খবর