উদয়ন বিশ্বাস ঃ বাংলাHUNT
মমতা ব্যানার্জীর সাথে লড়াই দিয়ে৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ছিলেন মুকুল রায়।তৃণমূল এর দ্বিতীয় ম্যান হিসাবে কাজ করেছে। তৃণমূলের মধ্যেই কোণঠাসা হয়ে যাচ্ছিল মুকুল রায়।পরবর্তী সময়ে তিনি দল থেকে সম্মানে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি তাকে কোনো ইতিবাচক পথ এখনো দেইনি কিন্তু মুকুল মুকুল রায়ের উপর নির্বাচনের গুরু দায়িত্ব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
পঞ্চায়েত ভোটে বেশ কিছুটা সাফল্য আনতে পেরেছে মুকুল রায় এবং লোকসভা নির্বাচনে গুরু দায়িত্ব ছিল, কারণ বাংলায় বিজেপি তেমন কোন ভাল আর আসুন ছিল না মাত্র দুটি আসন পেয়েছে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, মুকুল রায়ের নেতৃত্বে ২০১৯এর লোকসভা নির্বাচনের রণকৌশন সাজিয়েছে বিজেপি।
গতকাল যে এক্সিট পোল সারা ভারতবর্ষের বেসরকারি মিডিয়া চ্যানেল দিয়েছে তাতে কিছুটা হলেও পরিষ্কার বাংলায় বিজেপি শক্তি বৃদ্ধি হচ্ছে, এবিপি আনন্দ নেলসন যে সমীক্ষা করেছে তাতে তৃণমূল কংগ্রেসের বেশ কিছুটা আসন কমতে পারে তারা ৩৬ থেকে ২৪ টা নামতে পারে,
বিজেপি ২টি থেকে ১৬টিতে যেতে পারে, কংগ্রেস ৪ থেকে ২আসতে পারে এবং সিপিএম ২থেকে ০ হতে পারে। ইন্ডিয়া টুডে, রিপাবলিক ইন্ডিয়া, এনডিটিভি, বড় বড় ভারতীয় বেসরকারি সংবাদ মাধ্যম তারা জানিয়েছেন বাংলায় বিজেপি এবার ভালো ফল করবে।
গতকাল অমিত শাহ বলেন তারা ২৩টির বেশি আসন পাবে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন তারা তাদের লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর যদি বিজেপি বাংলায় কুড়িটি আসনের কাছাকাছি যায় তাহলে সূত্র খবর মুকুল রায় কে গুরুদায়িত্ব দেবে নতুন এনডিএ সরকার, কারণ সেখানে মুকুল রায়কে রাজ্যসভার সাংসদ করে তাকে ফের রেলমন্ত্রী আসনে বসাতে পারে
বিজেপির উচ্ছ নেতৃত্ব, কারণ মুকুল রায় তৃণমূল থাকার সময় রেল মন্ত্রীর দপ্তর সামলেছেন।
মুকুল রায় কে যদি রেলমন্ত্রী দেওয়া হয় তাহলে ২০২১ বিজেপি যে টার্গেট নিয়েছে বাংলায়, সেই লক্ষ্য পূরণ করতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল।এখন দেখার বিষয় ২৩ তারিখ বিজেপির আসন কটি আসুন পায়।
যদি রেলমন্ত্রী দেওয়া হয় তাহলে ভোটের আগে নয়া চমক দেখিয়ে ফের বাংলা দখলের স্বপ্ন দেখাতে পারেন বিজেপি এবং সেই কাজটি বিজেপি উচ্চ নেতৃত্ব গুরু দায়িত্ব দিতে পারে মুকুল রায়ের উপর।
দল ত্যাগ করার পর বিজেপিতে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন শেষ ১বছরে, বাংলায় যদি ২০টা আসুন বিজেপি বাড়াতে পারে তাহলে মুকুল রায় কে এমনই কোন উচ্চপদে বসিয়ে বাংলা দখল করতে চাইবে মোদী অমিত সাহরা।