বিজেপিতে ছিলাম, থাকবও! তৃণমূল ভবনে গিয়ে উত্তরীয় পরা ভুল হয়েছে! মুখ খুললেন মুকুল

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন রাজনীতিতে সক্রিয় নেই, দিন কয়েক আগে বেজায় অসুস্থও ছিলেন। তবে এবার একেবারে আগের চেহারায় তৃণমূল নেতা মুকুল রায় (Mukul Roy)। কাউকে কিছু না বলে হঠাৎই দিল্লি গিয়ে সকলকে চমকে দিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। কেন হঠাৎ দিল্লিতে? তবে কী ফের গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন তিনি? এই প্রশ্নে যখন তোলপাড় ঠিক সেই সময় বুধবার নিজের অন্তর্ধান নিয়ে অবশেষে মুখ খুলেছেন নেতা।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় রটে যায় মুকুল রায় নিখোঁজ। মুকুল পুত্র শুভ্রাংশু দাবী করেন অপহরণ করা হয়েছে তার বাবাকে। এই নিয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগও দায়ের করেছিলেন শুভ্রাংশু। তবে ছেলের দাবি খারিজ করে দিয়ে এদিন সংবাদমাধ্যমের কাছে মুকুলবাবু বলেন, ছেলের সঙ্গে মনোমালিন্যের জেরেই দিল্লি চলে এসেছেন তিনি। এমনকী তিনি বিজেপিতেই (BJP) আছেন বলেই জানান তিনি।

মুকুল রায় বলেন, ”বিজেপিতে ছিলাম আছি, থাকব। অসুস্থতা ছিল, স্ত্রী মারা গিয়েছিলেন, সেই সময় মানসিক অবসাদে ছিলাম, তৃণমূলে গিয়েছিলাম।” নেতার সংযোজন, ”বিজেপি করব। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে ইচ্ছুক। বাংলায় যা চলছে, তা মোটেই ভালো নয়।”

mukul roy 4

শুধু তাই নয়, এদিন বিস্ফোরক দাবি করে মুকুল বলেন, “তৃণমূল ভবনে গিয়ে গলায় উত্তরীয় পরে ভুল করেছিলাম। খামখেয়ালিপনা করে আমি তৃণমূল ভবনে গিয়ে গলায় উত্তরীয় পরেছিলাম। ওটা ঠিক কথা নয়। আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি। ভাই ফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলাম। ওই একদিনই দেখা হয়েছিল। তার পর আর কোনও কথা হয়নি।”

mukul

অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়ে মুকুল রায় বলেন, “আমি নিখোঁজ হয়েছি বা কেউ আমাকে কেউ অপহরণ করেছে এই কথা ঠিক নয়। আমি স্বেচ্ছায় দিল্লি এসেছি। পারিবারিক বিবাদের জেরে আমি দিল্লি চলে এসেছি। আমি ছেলের সঙ্গে থাকব না বলে চলে এসেছি আলাদা ভাবে। এখন এখানেই থাকব। দিল্লি অনেক নিরাপদ জায়গা। তাই কলকাতা ছেড়ে দিল্লি চলে এসেছি। আমি দিল্লির সাংসদ। আমি বিজেপিতেই আছি। আবার যোগ দেব কী?”

অন্যদিকে, তার ছেলে শুভ্রাংশু রায় সাংবাদিক সম্মেলনে বলেন, ” বাবার স্মৃতিভ্রম হয়েছে। নাতি নাতনির নাম বলতে পারেন না। যোগ বিয়োগ করতে পারেন না। নিজের জন্মতারিখ বলতে পারেন না। বাবা কেমন আছে সেই খোঁজটা আমি পাচ্ছি না। ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছে কিনা সেটা জানতে পারছি না। খুব চিন্তায় আছি।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর