অবশেষে নিজেকে তৃণমূল বিধায়ক বলে স্বীকার করলেন মুকুল, যশবন্তকেই ভোট দিয়েছেন জানালেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের পর বিজেপি (BJP) ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করলেও পরবর্তীতে একের পর এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন মুকুল রায় (Mukul Roy)। পরবর্তীতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দ্বারা তাঁকে ‘বিজেপি বিধায়ক’ বলে ঘোষণা করা হলেও এদিন রাষ্ট্রপতি নির্বাচন (President Election) উপলক্ষ্যে পুনরায় একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কৃষ্ণনগর (Krishnanagar) উত্তরের বিজেপি বিধায়ক।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়লাভ করার পরেই দলবদল করে নিজের পুরানো দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মুকুল রায়। তবে তারপর থেকেই একাধিকবার বেফাঁস মন্তব্য করতে শোনা যায় মুকুলবাবুকে। সম্প্রতি পুরভোটের আগে তিনি বলেন, “বাংলায় বিজেপি বিপুল পরিমাণ ভোটে জিতবে।” পরবর্তীতে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে ‘বিজেপি জিতবে’ হোক, কিংবা ‘তৃণমূল মানেই বিজেপি’ বলার মাধ্যমে একাধিকবার তির্যক পরিস্থিতির মাঝে পড়েন তিনি।

পরবর্তীতে অবশ্য তাঁর ‘অসংলগ্ন’ কথাবার্তার জন্য মানসিক এবং শারীরিক অবস্থাকেই দায়ী করা হয়। মুকুল রায়ের ঘনিষ্ঠরা দাবি করতে থাকেন, “স্ত্রীয়ের মৃত্যুর পরই এহেন অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেছে তিনি।” এদিন অবশ্য রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে ভোট দান করতে এসে তাঁর দাবি, “কি হতে চলেছে, তা সবাই জানে। মমতার প্রার্থী জয়লাভ করবে। আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি।” এমনকি তিনি নিজেকে তৃণমূল বিধায়ক বলেও দাবি করেন।

Untitled design 2022 06 27T153943.036

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে বাংলার রাজনীতিতে ‘ক্রস ভোটিং’ প্রসঙ্গটি ক্রমশ উঠে আসতে শুরু করেছে। এক্ষেত্রে তৃণমূলের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেন যে, তৃণমূল কংগ্রেসের বহু নেতা বিজেপি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে চলেছেন। তবে এদিন এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, “ক্রস ভোটের কোন প্রশ্ন নেই। এসব বাজে কথা।” এদিন অবশ্য প্রথম থেকেই মুকুলবাবুকে দেখে অসুস্থ বলে মনে হয়েছিল। অবশ্য ভোটদান করে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি নেতার দাবি, “আমার শরীর ভালো আছে।”


Sayan Das

সম্পর্কিত খবর