গাড়ি-বাড়ি-সোনা কিছুই কেনেনি মুকুল রায়, হলফনামায় জানালেন নিজের সম্পত্তির পরিমাণ

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনী হলফনামাতে নিজের সম্পত্তির পরিমাণ জানালেন বিজেপি (bjp) প্রার্থী মুকুল রায় (mukul roy)। একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে। টার্গেট বাংলার আকাশ গেরুয়াময় করে তোলা। সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি শিবির।

হলফনামায় মুকুল রায় জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর কাছে নগদ ৩৫ হাজার ৭৫২ টাকা এবং তাঁর ব্যবসায়ী স্ত্রীর কাছে ৬৫ হাজার ৭৫৯ টাকা রয়েছে। পাশাপাশি এসবিআই অ্যাকাউন্টে তাঁর নামে রয়েছে ৮ লক্ষ ৪৪ হাজার ৩৭৯ টাকা ২২ পয়সা এবং স্ত্রীর দুটি অ্যাকাউন্টের একটিতে ২ লক্ষ ৩৩ হাজার ২৫৭ টাকা এবং অন্যটিতে রয়েছে ১০ লক্ষ ৭ হাজার ২৬ টাকা ৯৬ পয়সা। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর স্ত্রীর আয় হয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ২৮১ টাকা এবং পেনশনের মাধ্যমে তাঁর উপার্জন ৪ লক্ষ ৪৪ হাজার টাকা। তবে তাদের নামে কোন ব্যাঙ্কঋণ নেই বলেও জানিয়েছেন।

full 5

মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতকোত্তর মুকুল রায় জানিয়েছেন, তাঁর নামে কোন গাড়ি এবং জমি নেই। তবে তাঁর স্ত্রীর নামে গাড়ি না থাকলেও হালিশহরের বীজপুরে ১৫ লক্ষ টাকার (বর্তমান মূল্য) জমি রয়েছে। তবে কাঁচড়াপাড়া পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলেই জানিয়েছন বিজেপি প্রার্থী। তবে এই বাড়ির বর্তমান মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।

mukul roy pti 920604 1606489539

হলফনামায় কোন সোনার গহনার কথা উল্লেখ করেননি মুকুল রায়। তবে তাঁর স্ত্রীর কাছে ১০৭.৬৬ গ্রাম সোনার গহনা রয়েছে বলে জানিয়েছেন। নিজে শেয়ারবাজারে কোন বিনিয়োগ না করলেও, তাঁর স্ত্রীর ২ লক্ষ ৪৫ হাজার টাকা বিনিয়োগ রয়েছে বলে জানিয়েছেন। তবে ডাকঘর সঞ্চয় প্রকল্প, জীবনবিমায় কোন বিনিয়োগ নেই তাদের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর