বাংলাHunt :বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বলেছিলেন যে আমার কাছে একটি পেনড্রাইভ আছে, যদি পেনড্রাইভ এর সমস্ত তথ্য তুলে দেই তাহলে চাপে পড়বে বিজেপি এবং যেভাবে অমিত সাহের মিছিল চলাকালীন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হল। তা গোটা বাংলার কাছে দুঃখ এবং লাভজনক ঘটনা।
এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে মুকুল রায় বলেন কেন সিসিটিভির ফুটেজ এখনো প্রকাশ করতে পারল না প্রশাসন এবং যারা ভাঙচুর করেছে তারা বহিরাগত, তারা কলেজের কোন ছাত্র নয়। তাহলে তারা কেন কলেজে ছিল। সেই দাবিও তুলেছেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসলে চমকের কথা বলেন তার প্রমাণ এবারও পাওয়া গেল।
বেশ কিছুদিন আগে যে তিনি পেনড্রাইভ তথ্য দিয়েছিলেন সে পেনড্রাইভ তথ্য কেন প্রকাশ্যে করছেন না তাও প্রশ্ন তুলেছেন মুকুল রায়। তৃণমূল এর পক্ষ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি কিন্তু মুকুল রায়ের দাবি করেছেন রাজনৈতিক চমক মমতা ব্যানার্জির কাজ।
এদিকে তৃনমূল নেতাদের দাবী বিদ্যাসাগরের মূর্তি ভাঁঙেছে বিজেপি৷