খেনতু বুড়ী মতো আচরন মমতা ঃ মুকুল রায়

Published On:

বাংলাHunt :সাম্প্রতিক মমতা ব্যানার্জির গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল। পাশে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এর পাল্টা প্রতিবাদে ও মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে এবং গাড়ি থেকে নেমে তাদেরকে ধমক দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। ফলস্বরুপ মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম স্লোগান কে বিকৃত করেছে বলে দাবি করেছেন বিজেপি।

বিজেপি নেতা মুকুল রায় এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন গ্রামে খেনতি বুড়ী যে আচরণটা করে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আচরনটা করছে।জয় শ্রীরাম স্লোগান আগেও মানুষ দিয়েছে। এখনো ও দিয়ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জয় শ্রীরাম স্লোগান কে এতো ভয় পাচ্ছেন।

এই জয় শ্রীরাম স্লোগান কি হাতিয়ার করেই বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে।

মুকুল রায়ের এই মন্তব্যকে কোনরকম সদুত্তর দিতে চাইনি তৃণমূল।

X