ছাড়তেই হবে দিল্লীর বাড়ি, মুকুল রায়কে কড়া নোটিশ দিল রাজ্যসভার হাউস কমিটি

বাংলাহান্ট ডেস্কঃ আর কোন উপায় নেই, মুকুল রায়কে (mukul roy) এবার ছাড়তেই হবে দিল্লীর ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের বাড়ি। ইতিমধ্যেই ওই বাড়ি ছাড়ার জন্য তাঁকে দুবার নোটিশও পাঠিয়েছে রাজ্যসভার হাউস কমিটি। তৃণমূলের পক্ষ থেকে ওই বাড়ি রাখার চেষ্টা করা হলেও, তা ব্যর্থ হয়ে যায়।

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে আবারও একুশের বিধানসভা নির্বাচনে বিধায়ক পদে জয়লাভ করে, গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে সুবজ শিবিরে ফিরে আসেন স্বপুত্র মুকুল রায়। বিজেপিতে থাকাকালীন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর গেস্ট অ্যাকোমোডেশনে অর্থাৎ অতিথি হিসাবেই দিল্লীর ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে থাকছিলেন মুকুল রায়। কিন্তু বর্তমানে তিনি সংসদের কোনও কক্ষের সদস্যও নন এবং তাঁর নামে কোন বাড়িও বর্তমানে বরাদ্দ নেই।

Untitled design 2021 06 13T154856.309

দিল্লীর ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই রয়েছেন মুকুল রায়। কিন্তু সম্প্রত্তি সময়ে সংসদের আবাসন কমিটি থেকে গত ১৯ শে জুলাই বাড়ি ছেড়ে দেওয়ার চিঠি পাঠানো হয় স্বপন দাশগুপ্তকে। এরপর আবারও ২৬ শে জুলাই রাজ্যসভার আবাসন কমিটি থেকে আবারও বাড়ি ছাড়ার জন্য চিঠি দেওয়া হয় বলে খবর।

কিন্তু মুকুল রায়কে ওই বাড়িতেই রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল শিবির। প্রথমে রাজ্যসভার সাংসদ দোলা সেনকে ওই বাড়ি দেওয়ার অনুরোধ করলে, রাজ্যসভার হাউস কমিটি সেটি তা প্রত্যাখ্যান করে দেয়। এরপর আবারও তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ওই বাড়ি পাওয়ার জন্য আবেদন করলেও, তা খারিজ করে দেয় রাজ্যসভার আবাসন কমিটি। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে করে মুকুল রায়কে ওই বাড়ি ছাড়তেই হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর