‘তৃণমূল দল উঠে যাবে বাংলা থেকে’: মুকুল রায়

 

রাজীব মুখার্জী : উত্তরবঙ্গ থেকে উঠে গেছে তৃণমূল, নির্বাচনের পরে দখিনবঙ্গ থেকেও উঠে যাবে দলটা। আজকে গ্রামীণ হাওড়ার বিজেপির দলীয় অনুষ্ঠানে এসে এই ভাষাতেই মুকুল রায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে।

তিনি আরও বলেন বাংলার মানুষ সুস্পষ্ট জনাদেশ দিয়েছেন গত নির্বাচনে। উনি তা মানছেন না। দু কোটি 30 লাখ লোক বিজেপিকে ভোট দিয়েছে। উনি সেই জনদেশ উপেক্ষা করেই জোর করে ক্ষমতা ধরে রেখেছেন। ২০২০ বা ২০২১ যখনই ভোট হবে তৃণমূল ৩০ টির বেশি আসন পাবে না।

IMG 20190727 190026
ব্ল্যাক মানিটা কি! সেটা মানুষ বুঝতে পারছেন না। মমতা ব্যানার্জী কাটমানি থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন তাই উনি ব্ল্যাক মানির কথা বলছেন। কাটমানি তা বাংলায় আছে এবং সেটা মমতা ব্যানার্জীর কাছেই সব থেকে বেশি আছে।
তিনি আরও অভিযোগ করেন যে, মমতা ব্যানার্জীর তোষণের রাজনীতির জন্যই বাংলায় সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি বাংলাকে ধর্মের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে ভাগ করেছেন।

নানুর প্রসঙ্গ উত্থাপিত করে তিনি বলেন ২৭ শে জুলাই নানুরে তিনি যাবেন বলে কথা দিয়েছিলেন। আজ তার স্মৃতি বিস্মৃতি ঘটেছে। তাই ফিরহাদ হাকিম কে পাঠাচ্ছেন।শোভন চ্যাটার্জির প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেন যে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে শোভনের কথা হচ্ছে।

সম্পর্কিত খবর