আগে সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল তারপর এনআরসি হবে রাজ্যে, বললেন মুকুল

বাংলা হান্ট নিউজ ডেস্ক : আবারও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা মুকুল রায়৷ নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে রবিবার সাংবাদিকদের সামনে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন মুকুল৷ নাম না করে মমতাকে অশিক্ষিত বলে বাংলায় এর আগে এই ধরনের মুখ্যমন্ত্রী তিনি দেখেননি এমনটাই মন্তব্য করেন মুকুল রায়৷ রবিবার বিজেপি নেতা অনুপম হাজরা বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের সঙ্গে নানুরের রামকৃষ্ণপুরে নিহত স্বরূপ রাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিজেপি নেতৃত্বরা৷ এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত এক বছরে বিজেপি কর্মীদের খুন হওয়ার তালিকা তুলে ধরেই সারা বাংলার শহিদ পরিবারগুলিকে দেখতে দেখতে চোখের জল শুকিয়ে যাচ্ছে বলে জানান মুকুল রায়৷

646794 mukul roy mamata

অন্য দিকে মুখ্যমন্ত্রীর ভুল মন্তব্যের বিরুদ্ধেও কটাক্ষ করতে ছাড়েননি মুকুল৷ এর আগে কোনও মুখ্যমন্ত্রীকে তিনি নাকি বলতে শোনেনি লন্ডনে শেলি কিটস বায়রনের সঙ্গে রবীন্দ্রনাথের মিটিং হয়েছিল, রামমোহন রায় বিধানসভার সদস্য ছিলেন, গান্ধীজিকে ফলের রস খাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনশন ভঙ্গ করেছিলেন৷ তাই বাংলার মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলেই এটি অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক অধ্যায় বলে সম্বোধন করেন মুকুল৷ তাই তো পাপস্খালন করতে সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন বলে জানান তিনি৷ অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসির বিরোধিতা নিয়েও তোপ দাগেন মুকুল, এ দিন তিনি বলেন এনআরসি শব্দের অর্থ কি উনি জানেন? পাশাপাশি পৃথিবীতে সব দেশেই এনআরসি আছে বলেও অবগত করেছেন এমনকি মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, বলেন মুকুল৷ তাই পশ্চিমবঙ্গে এনআরসির আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হবে বলে জানিয়েছেন৷

অন্যদিকে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারের প্রসঙ্গ টেনে এনেছেন এ দিন সাংবাদিকদের সামনেই৷ এমনকি সরকারি কাজে বাধা দিলে যদি সকলের বিরুদ্ধে মামলা হয় তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হবে না কেন? প্রশ্নও তুলেছেন মুকুল৷ পাশাপাশি বীরভূমের জেলাশাসক ও জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের শাসন বলবত করতে হবে, তা না হলে বিধানসভা নির্বাচনে শাসক শিবির 30 তৃতীয় আসন পাবে না৷


সম্পর্কিত খবর