বাংলাহান্ট ডেস্কঃ বাবা মুকুল রায়ের (Mukul Roy) সাথেই প্রথমে পিসির আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার (West bengal) তৃণমূলে (All India Trinamool Congress) যোগ দিয়েছিলেন শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। কিন্তু বাবার মত করেই কিছুদিন পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এই নিয়েও অনেক শোরগোল উঠেছিল। তবে এখন আবার কানাঘুষোয় শোনা যাচ্ছে তৃণমূলের সাথে গোপনে বৈঠক করছেন শুভ্রাংশু রায়। এই নিয়েই জল্পনা তুঙ্গে।
তৃণমূলের সাথে গোপন বৈঠক শুভ্রাংশুর!
বিজেপিতে নাকি তাঁকে ঠিকমত ব্যবহার করা হয়নি। সবুজ শিবির ছেড়ে গেরুয়াতে যোগ দেওয়ার নাকি পাত্তাই দেওয়া হয়নি বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে। বিজেপিতে গুরুত্ব না পেয়ে, আবার নাকি তৃণমূলে যোগ দেওয়ার চিন্তা ভাবনা করছে, মুকুল পুত্র শুভ্রাংশু। সেইমত নাকি গোপনে বৈঠকও সেরেছেন তিনি।
সমস্ত অভিযোগ মিথ্যে রটনা, শুভ্রাংশু
সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে, তিনি জানিয়েছেন সমস্তটাই রটনা। স্যোশাল মিডিয়ায় ওঠা নিন্দার ঝড়ের পরিপ্রেক্ষিতে জানালেন, তৃণমূলের সঙ্গে কোন বৈঠকই হয়নি তাঁর। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল খোদ মুকুল রায়ের সাথেও। তখনও তিনি এমন ভাবেই সমস্ত মিথ্যে রটনা বলে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।
গেম খেলছে মুকুল পুত্র?
আসন্ন ২১ শে জুলাই দল তৃণমূল বেশ একটা চমক দিতে চাইছে গোটা রাজ্যকে। মুকুল রায় এবং তাঁর পুত্রের দলে প্রত্যাবর্তনই সেই চমক কিনা, এমন প্রশ্নও উঠেছে। তবে রাজনৈতিক মহলের একাংশ দাবী করেছে, বিজেপিতে নিজের জায়গাকে আরও দৃঢ় করতে নির্বাচনের পূর্বে এটা বাপ-ছেলের একপ্রকার চালও হতে পারে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার