উচ্ছেবাবুকে টেক্কা দিতে তৈরি, ‘মুকুট’ এর নতুন হ্যান্ডসাম হিরোর পরিচয় জানেন?

   

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার প্রথম সারির মুখ হয়ে উঠছেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia)। জি বাংলার ‘জীবন সাথী’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পেলেও ওই সিরিয়ালের পর চ্যানেল বদলে স্টার জলসায় চলে যান তিনি। ‘মাধবীলতা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বেশ জনপ্রিয়ও হয়েছিল সিরিয়ালটি। কিন্তু টিআরপি থাকতেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাধবীলতা। অবশ্য বেশিদিন খালি হাতে বসে থাকতে হয়নি শ্রাবণীকে। নতুন সিরিয়াল ‘মুকুট’ (Mukut) নিয়ে জি তে কামব্যাক করেছেন তিনি।

শ্রাবণী, শ্রীপর্ণা রায়, আনন্দ ঘোষের মতো চেনা মুখ-রা থাকলেও অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসাবে যাকে দেখা যাচ্ছে তিনি কিন্তু এক রকম অচেনাই। নাম অর্ঘ্য মিত্র (Arghya Mitra)। প্রথম সারির নায়কদের মধ্যে এতদিন জায়গা না হলেও অর্ঘ্যর কিন্তু এটাই প্রথম সিরিয়াল নয়। এর আগে ছোটখাট চরিত্রে অভিনয় করলেও মুখ্য চরিত্রে এই প্রথম বার দেখা যাবে তাঁকে।

mukut arghya mitra

এর আগে কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’, সান বাংলার ‘দেবী’, ‘সুন্দরী’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন অর্ঘ্য। কিন্তু সব সিরিয়ালেই পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। নায়কের ভূমিকায় এই প্রথম কোনো সিরিয়ালে অভিনয় করছেন অর্ঘ্য। পেশায় সাংবাদিক রায়ানের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। প্রোমো এবং প্রথম পর্বে বেশ নজর কেড়েছেন অর্ঘ্য।

বর্ধমানে বাড়ি হলেও এখন কর্মসূত্রে কলকাতাতেই থাকেন তিনি। মডেলিং তিনি করতেন আগে থেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজ্ঞাপনেও কাজ করেছেন অর্ঘ্য। পাশাপাশি বড়পর্দায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘মহিষাসুর মর্দিনী’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানের প্রতিও নাকি আগ্রহ রয়েছে অর্ঘ্যর।

mukut arghya

প্রসঙ্গত, ২৬ মার্চ থেকে রাত সাড়ে নটার স্লটে পথচলা শুরু করল মুকুট। এই গল্প এমন একজন মেয়েকে নিয়ে যে যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে। দেবী মায়ের হাতে অস্ত্র না দিয়ে ফুল তুলে দেয় মুকুট। তবে কঠিন পরিস্থিতির মুখে পড়ে শেষমেষ তাকেও হাতে তুলে নিতে হয় অস্ত্র।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর