বড় খবরঃ আচমকাই অসুস্থ হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব! ভর্তি করানো হল হাসপাতালে

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের পাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ওনাকে লখনউয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত ডাক্তারদের টিম মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছে। মেদান্তার ডাক্তাররা জানান, আপাতত ওনার শারীরিক অবস্থা ঠিক আছে। জানিয়ে দিই, প্রায় একমাস আগেও মুলায়ম সিংকে মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় ওনাকে পেটের কোন সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়।

মেদান্তার ডায়রেক্টর ডঃ রাকেশ কাপুর বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওনাকে পেটের সমস্যার চিকিৎসা চলছে। চিকিৎসক অনুযায়ী, আপাতত ওনার শারীরিক অবস্থা ঠিক আছে। পেটের সমস্যার কারণেই ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডঃ রাকেশ কাপুর বলেন, মুলায়মের ইউনিরাল ইনফেকশনের সমস্যা আছে। ওনার করোনা টেস্ট করানো হয়েছে, রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর