কুলদীপের হ্যাটট্রিক, ওপেনারদের শতরানের সুবাদে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরালো ভারত

বাংলা হান্ট ডেস্ক :চেন্নাইয়ে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইণ্ডিজ।আজ বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ১০৭ রানের বড় ব্যবধানে ভারত ওয়েস্ট ইণ্ডিজকে পরাজিত করল।ফলে তিন ম্যাচের সিরিজের এখন ফলাফল ১-১ দাঁড়াল।সিরিজের তৃতীয় তথা শেষম্যাচ কার্যত ফাইনাল ম্যাচে পরিণত হল।৩৮৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইণ্ডিজ ৪৩.৩ ওভারে ২৮০ রানে অলআউট হয়ে যায়।

images 2019 12 19T153652.497

লুইস ৩০ রান করেন।হোপ ৮৫ বলে ৭৮ রান করেন।হেটমার ৪ রান করে আউট হন।চেজ ৪ রান করেন।পুরাণ ৪৭ বলে ৭৫ রান করেন।পোলার্ড কোনো রান না করেই আউট হন। পল ৪২ বলে ৪৬ রান করেন।হোল্ডার ১১ রান করেন।

এদিন প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডে তথা আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব।যাদব ১০ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন।মহম্মদ শামি ৭.৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট পান।জাদেজা ২ টি উইকেট নেন।

এর আগে এদিন বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইণ্ডিজের অধিনায়ক পোলার্ড। ভারতের দুই ওপেনার দুর্দান্ত সেঞ্চুরি করেন।রোহিত শর্মা ১৩৮ বলে ১৫৯ রান করেন। রোহিত১৭ টি চার ও ৫ টি ছয়ের সাহায্যে ১৫৯ রান করেন।কে এল রাহুল ১০৪ বলে ১০২ রান করেন।রাহুল ১০২ রান করতে ৮টি চার ও ৩ টি ছয় মারেন।অধিনায়ক বিরাট কোহলি কোনো রান না করেই আউট হন।

শ্রেয়স আয়ার ৩২ বলে দুর্দান্ত ৫৩ রান করে আউট হন।ঋষভ পন্থ ১৬ বলে ৩৯ রান করে আউট হন।কেদার যাদব ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।জাদেজা ০রানে অপরাজিত থাকেন।ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রান করেন।ওয়েস্ট ইণ্ডিজের কটরেল ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ টি উইকেট পান।পোলার্ড, পল ও জোসেফ প্রত্যেকেই ১ টি করে উইকেট পান।

সম্পর্কিত খবর