বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পরই ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাংলা নয়, অন্যান্য রাজ্য থেকেও এই প্রকল্পের জন্য আবেদন করেছেন ছাত্র ছাত্রীরা। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের ফলে ছাত্র ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবে আবেদন জমা পড়তে না পড়তেই ইতিমধ্যে বাতিল হয়েছে বেশ কিছু আবেদনপত্র।
ব্যাঙ্কের পক্ষ থেকে প্রায় সাড়ে ৩০০ আবেদন বাতিল করা হয়েছে। অর্থাৎ এই ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আয়ত্তাভুক্ত হতে পারবেন না। কারণ হিসেবে দেখানো হয়েছে, এই সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান বিশেষ কিছু নয়। ছাত্র ছাত্রীরা যদি পরীক্ষার ফল ভালো করতে না পারেন, তাহলে তাদের চাকরি পেতেও সমস্যা হবে। আর এই সমস্যায় পড়ে, লোন নেওয়া অর্থ শোধ করতেও তারা নানা সমস্যার সম্মুখীন হবেন। আর যদি সঠিক সময়ের মধ্যে লোন শোধ না করতে পারেন, তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের অসন্তোষের কারণ হয়ে দাঁড়াতে পারে।
তাই সবদিক বিচার করে মেধাবী ছাত্র ছাত্রীদের এই লোন দেওয়ার পক্ষে রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই কারণে মেধার ভিত্তিতে বিচার করে, বাতিল করা হয়েছে প্রায় ৩৫০ জনের আবেদন। তবে এখনও অবধি ৭১ হাজার আবেদন জমা পড়লেও, তার মধ্যে ২৫০ জনেরও বেশি আবেদন মঞ্জুর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আবেদন পদ্ধতি এখনও চালু রয়েছে।
প্রসঙ্গত, এই প্রকল্পের দ্বারা প্রেরিত অর্থ পড়ুয়ারা তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। স্কুল-কলেজের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর জন্যও এই লোন পেতে পারেন পড়ুয়ারা।