বীরভূমে দাপিয়ে বেড়াচ্ছে একাধিক যুদ্ধ ট্যাঙ্ক, পরিস্থিতি ভয়াবহ! হাসিমুখে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা

বাংলাহান্ট ডেস্কঃ বীরভূমে (birbhum) নামানো হয়েছে যুদ্ধ ট্যাঙ্ক। একাধিক যুদ্ধ ট্যাঙ্ক দাপিয়ে বেড়াচ্ছে বীরভূমে। শুরু হয়েছে যুদ্ধ। আর এই যুদ্ধ দেখতেই হাসি মুখে উৎসাহ নিয়ে বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত ঝাড়খন্ড লাগোয়া বৈদ্যনাথপুরের পাণ্ডবতলার মাঠে হাজির হয়েছে গোটা গ্রাম!

অবাক হচ্ছেন? সীমান্তে নয়, বীরভূমে নামানো হয়েছে যুদ্ধ ট্যাঙ্ক! যুদ্ধ বেঁধেছে, মানুষজন হাসি মুখে দাঁড়িয়ে দেখছে! সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে! যুদ্ধ বাঁধলেও, সীমান্ত পেরিয়ে বীরভূমে কেন যুদ্ধ ট্যাঙ্ক নামানো হবে? আর যদি যুদ্ধ বেঁধেও থাকে, তাহলে মানুষজন সেখানে কি করছে?

image 72181 1532157749

চিন্তার কোন কারণ নেই। রিয়েল নয়, রিল লাইফে হচ্ছে এই যুদ্ধ। রাজাকৃষ্ণ মেননের নির্দেশনায় ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটেই এক সিনেমার শুটিং হতে চলেছে বীরভূমের এই এলাকায়। যে ছবিতে ফুটিয়ে তোলা হবে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপট।

বলিউড সিনেমা ‘পিপ্পা’তে ভারতীয় সেনাবাহিনীর ৪৫ ক্যাভিলার ট্যাঙ্ক স্কোয়াডের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার অর্থাৎ নায়কের ভূমিকায় দেখা যাবে মুম্বইয়ের জনপ্রিয় অভিনেতা ঈশান খট্টরকে। তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় থাকছেন ম্রুনাল ঠাকুর (Mrunal Thakur)। গত ১৫ ই নভেম্বর থেকেই শুরু হয়েছে এই সিনেমার শুটিং।

বীরভূমে নিজেদের গড়ে বলিউড সিনেমার শুটিং দেখতে উপছে পড়েছে সাধারণ মানুষের ভিড়। সেখানে শুটিং দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই। হাসি মুখ নিয়ে, নিদারুণ উৎসাহ-উদ্দীপনা নিয়েই হাজির হচ্ছেন তাঁরা। আবার তাঁদের গ্রামে বলি সিনেমার শুটিং হওয়ায় কিছু স্থানীয় যুবকের কাজের সন্ধানও হয়েছে।

বৈদ্যনাথপুর প্রাইমারী স্কুলে বেস ক্যাম্প তৈরি করে, আনা হয়েছে ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধে ব্যবহৃত যুদ্ধ কামানের মতো মডেল। রয়েছে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক পিটি-৭৬। সঙ্গে রয়েছে জেনারেটর ভ্যান, মেকআপ ভ্যান। এই সিনেমায় অভিনয় করছেন প্রায় ৬২০ জন কর্মী, অভিনেতা-অভিনেত্রী। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় ‘পিপ্পা’র চিত্রনাট্য তৈরি হয়েছে দি বার্নিং চাফেজ-এর অনুকরণে। শোনা গিয়েছে, বোলপুর এবং দুর্গাপুরেও এই ছবির শুটিং করা হবে।

Smita Hari

সম্পর্কিত খবর