বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শেষ হতে চলেছে চলতি বছরের প্রথম মাস। তবে, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই একাধিক পরিবর্তন ঘটতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে। এমনিতেই, আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। স্পষ্টতই, এটি দেশের অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে।
এছাড়াও, আরও বিভিন্ন ক্ষেত্রে ঘটতে চলেছে একাধিক পরিবর্তন। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তদের পকেটে। এই প্রতিবেদনে আমরা সেই বিষয়েই আলোকপাত করব।
ফেব্রুয়ারি মাস থেকেই দেশের প্রথম সরকারি ব্যাঙ্ক SBI টাকা ট্রান্সফারের নিয়মে পরিবর্তন আনছে। এবার IMPS-এর মাধ্যমে ২ লক্ষ থেকে ৫ লক্ষের মধ্যে টাকা স্থানান্তরের জন্য ব্যাঙ্ক ২০ টাকা সহ GST চার্জ নেবে৷ অর্থাৎ এখন টাকা ট্রান্সফার করা গ্রাহকদের জন্য কিছুটা হলেও ব্যয়বহুল হতে চলেছে। উল্লেখ্য যে, গত বছরের অক্টোবরে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া IMPS-এর মাধ্যমে লেনদেনের পরিমাণ ২ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে।
এদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) পরিবর্তিত নিয়মগুলি সরাসরি গ্রাহকদের পকেটকে প্রভাবিত করবে। নতুন এই নিয়মের ফলে যদি গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থের অভাবে কিস্তি বা বিনিয়োগ ব্যর্থ হয়, তাহলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। আগের নিয়মে এই জরিমানার পরিমান ছিল ১০০ টাকা। অর্থাৎ এখন এর জন্য গ্রাহকদের দেড় গুণ বেশি টাকা দিতে হবে।
পাশাপাশি, ব্যাঙ্ক অফ বরোদার চেক ক্লিয়ারেন্সের নিয়মগুলিও পরিবর্তিত হতে চলেছে ফেব্রুয়ারি থেকে। ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের ১ ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য পজিটিভ পে সিস্টেম অনুসরণ করতে হবে। অর্থাৎ এখন চেক সংক্রান্ত তথ্য পাঠানোর পরেই গ্রাহকদের চেক ক্লিয়ার করা হবে। অবশ্য এই পরিবর্তনগুলি ১০ লক্ষ টাকার উপরে চেক ক্লিয়ারেন্সের জন্য।
এছাড়াও, প্রতি মাসের প্রথম তারিখে এলপিজির দাম নির্ধারণ করা হয়। এবারে ফেব্রুয়ারির ক্ষেত্রে বাজেটও চলে আসছে। তাই ১ ফেব্রুয়ারি সিলিন্ডারের দামে কী প্রভাব পড়ে সেটাই জানার জন্য আগ্রহী সকলে। উল্লেখ্য যে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এতে কর সংক্রান্ত নিয়মে একাধিক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি, করোনার প্রকোপে ভেঙে পড়া অর্থনীতির মধ্যে এই সাধারণ বাজেট খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, সামনেই ৫ টি রাজ্যের নির্বাচন। তাই এই বাজেটে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।