‘মিঠাই’তে বিরাট টুইস্ট, আসছে নতুন চরিত্র ‘মিষ্টি’! পুঁচকের আসল পরিচয় জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : দিনের পর দিন বেড়েই চলেছে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের জনপ্রিয়তা। সিদ্ধার্থ-মিঠাইয়ের রসায়ন যথেষ্ট মনে ধরেছে দর্শকদের। আর তাই তো দীর্ঘ ২ বছর ধরে টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। যদিও বর্তমানে দেখা যাচ্ছে না মিঠাইকে। তাঁর জায়গা নিয়েছেন মিঠি। অনেক দর্শকই সেভাবে মেনে নিতে পারেননি তাঁকে। তবে দর্শকদের চমক দিতে একাধিক টুইস্ট নিয়ে হাজির নির্মাতারা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ধারাবাহিকে ফিরছেন মিঠাই। খুশির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ‘মিঠাই রানী হুর হুর কামিং’। এই পোস্ট দেখে আনন্দে আত্মহারা দর্শকরা। যদিও মিঠির চরিত্রও পছন্দ করেছেন দর্শকরা। তবে পুরনো মিঠাই ফিরে আসুক এমনটা ইচ্ছে ছিল সকলের মনে। অবশেষে হতে চলেছে ইচ্ছে পূরণ। ফিরে আসছে মিঠাই।

Mithai

দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে তৈরি হয়েছিল নানান রকম জল্পনা। কবে এবং কিভাবে এই ধারাবাহিকে পুরনো অভিনেত্রী মিঠাই ফিরবেন তা নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে এল খুশির খবর। প্রকাশ্যে ধারাবাহিকের প্রমো। তবে কেবলমাত্র মিঠাই নন এই ধারাবাহিকে আসছে আরও এক নয়া চরিত্র। আসছে ছোট্ট মিষ্টি।

Mithai

ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, কোন একটি অন্ধকার জায়গায় গিয়ে আহত হয়ে যায় সিদ্ধার্থ। তড়িঘড়ি সেখানে হাজির হয় ছোট্ট মেয়ে মিষ্টি। অভিনেতার মাথায় জল ঢেলে দে সে। আর ঠিক সেই মুহূর্তেই তাকে খুঁজতে খুঁজে লণ্ঠন হাতে সেখানে উপস্থিত মিঠাই রানী। একেবারে সাদামাটা পোশাক পরে দেখা গেল অভিনেত্রী।

ধারাবাহিকের নতুন প্রমো দেখে আনন্দে আত্মহারা দর্শকরা। যদিও তাঁদের মনে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ধারাবাহিকে মিঠাই ফিরলে কি হবে মিঠির সেই প্রশ্ন তুলেছেন দর্শকরা। এই ছোট্ট বাচ্চা মিষ্টি কে? সে কি মিঠাইয়ের মেয়ে নাকি অন্য কেউ? সেই প্রশ্নও তুলেছেন দর্শকরা। যদিও এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের।

anumegha in mithai

তবে ‘মিঠাই’ ধারাবাহিকের নতুন সদস্য মিষ্টির আসল পরিচয় কি জানেন? ছোট্ট এই মেয়েটির আসল নাম অনুমেঘা কাহালি। তার বয়স আনুমানিক ৬ বছর। এর আগেও তাকে দেখা গেছে জি বাংলার পর্দায়। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে মুন্নির চরিতে অভিনয় করে ছিল এই পাক্কা বুড়ি। সোশ্যাল মিডিয়ায় শিশু শিল্পীর সঙ্গে একাধিক ছবি রয়েছে সোনালী চৌধুরী থেকে শুরু করে অপরাজিতা আঢ্যর। ‘মুন্নির’ পর এবার সে ‘মিষ্টি’ হয়ে ধরা দিতে চলেছে দর্শকদের সামনে।

additiya

সম্পর্কিত খবর