মুম্বাই পুলিশ আক্রমণ করলো কোহলিকে! পাল্টা হিসাবে রোহিতকে নিশানা ব্যাঙ্গালোর পুলিশের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) চলতি আইপিএলে (IPL 2023) ভালো ফর্মে রয়েছেন। মোট পাঁচটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। তাকে ফের একবারে নিজের পরিচিত ছন্দে দেখতে পেয়ে খুশি ক্রিকেটপ্রেমীরা। কোহলি বেশ কয়েকটি ম্যাচ আরসিবিকে (RCB) জিততেও সাহায্য করেছেন। কিন্তু তারপরেও এক শ্রেণীর ক্রিকেট কর্মীরা একটি বিষয় নিয়ে তার সমালোচনা করছেন।

অনেকেই দাবি করছেন যে পাওয়ার প্লে শেষ হয়ে গেলে বিরাট কোহলির আগ্রাসন শেষ হয়ে যায়। বিশেষ করে যখন তিনি নিজের অর্ধশতরান সম্পূর্ণ করার কাছাকাছি পৌঁছে যান, তখন তার ইনিংসের গতি নিজে থেকেই কমিয়ে দেন বিরাট কোহলি। এবার এই নিয়ে তাকে ব্যঙ্গ করেছে মুম্বাই পুলিশ।

নিজেদের সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটা টুইটে আরসিবি অধিনায়ককে খোঁচা মেরেছেন মুম্বাই পুলিশের সোশ্যাল মিডিয়া টিম। তারা বলেছে, “যখন জেব্রা ক্রসিংয়ের কাছাকাছি পৌঁছবেন তখন আপনি নিজের গতি কমিয়ে দেবেন, ঠিক যেমনভাবে বিরাট কোহলি ৫০-এর কাছাকাছি পৌঁছে নিজের রান তোলার গতি কমিয়ে দেন।”

তাদের এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রিকেট প্রেমীদের মধ্যে। কেউ কেউ ব্যাপারটিকে মজার বিষয় হিসাবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন ব্যাপারটি বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারের চূড়ান্ত অপমান।

troll police

তবে এই ব্যাপারটিতে বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছে ব্যাঙ্গালোর পুলিশ। এই টুইটের বদলা হিসেবে তারা আক্রমণ করেছেন রোহিত শর্মাকে। তারাও একটি সচেতনতামূলক পোস্ট করেছেন যেখানে লেখা হয়েছে, “ট্রাফিক সিগনাল যখন সবুজ থাকে তখন রাস্তা পার করার ইচ্ছাটি অগ্রাহ্য করুন ঠিক যেভাবে রোহিত শর্মার ভারতীয় দলের বিদেশের সফর গুলি অগ্রাহ্য করেন।” পরিসংখ্যান বলছে সত্যিই শেষ কিছু ভারতের বিদেশ সফরে রোহিত শর্মা চোটের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। গোটা ব্যাপারটি দেখে নেটিজেনদের একাংশ বেশ মজা পেয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর