মুম্বইয়ের ব্যবসায়ীর থেকে ২০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ! বাংলার CID কর্তার বিরুদ্ধে FIR

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা এবং অন্যান্য কাণ্ডে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রীদের পাশাপাশি নাম জড়িয়েছে একাধিক পুলিশ কর্মী এবং আধিকারিকদের। কখনো তোলাবাজি, আবার কখনো দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায় আর এবার বাংলার এক সিআইডি (CID) কর্তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে আনলেন মুম্বইয়ের (Mumbai) এক ব্যবসায়ী।

অভিযোগ, মুম্বইয়ের কোলাবার এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা তোলা চায় এক CID আধিকারিক। এই ঘটনায় আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রে তোলা না দিলে ওই ব্যবসায়ী এবং তাঁর স্ত্রীকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনাটি দক্ষিণ মুম্বইয়ের। কোলাবার এক পানশালার মালিক জিতেন্দ্র চান্দেরলাল বর্তমানে সিআইডি আধিকারিক রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ছাড়াও সুমিত বন্দ্যোপাধ্যায়, সুদীপ দাশগুপ্ত সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে খবর। এ ক্ষেত্রে প্রথমে ১০ কোটি টাকার তোলা আদায় করার চেষ্টা এবং পরবর্তীতে ব্যবসায়ী এবং তাঁর স্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয় বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনায় কুড়ি লক্ষ টাকা আত্মসাৎ করেছিল অভিযুক্তরা, দাবি জিতেন্দ্র চান্দেরলাল নভলানির।

তবে এক্ষেত্রে মুম্বইয়ের ওই ব্যবসায়ীটির বিরুদ্ধেও ইতিমধ্যে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি শিবসেনা নেতা সঞ্জয় রাউত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে আনেন। এক্ষেত্রে সঞ্জয় রাউত দাবি করেন, “ইডি অফিসারদের হয়ে কাজ করে চলেছেন চান্দেরলাল। বেআইনিভাবে আর্থিক লেনদেন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযুক্তদের বাঁচানোর স্বার্থে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করত ব্যবসায়ী। এক্ষেত্রে ইতিমধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ৬০ কোটি টাকা ঢুকেছে।”

পরবর্তীতে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার পর্যন্ত করা হয়। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলার সিআইডি কর্তার বিরুদ্ধে পানশালা মালিকের অভিযোগের ভিত্তিতে বাণিজ্য নগরীর পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাংলাতেও।

X