কেকে মৃত‍্যুর জের, কলকাতার থেকে মুখ ফেরাচ্ছেন মুম্বইয়ের শিল্পীরা?

বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় অনুষ্ঠান করতে এসে মৃত‍্যুমুখে পতিত হয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ (KK)। নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করে ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে। তার ঘন্টা কয়েকের মধ‍্যে সব শেষ। তারপর থেকেই নাকি কেকের মৃত‍্যু ঘটনার করা উল্লেখ ক‍রে আর বাংলায় এসে অনুষ্ঠান করতে চাইছেন না মুম্বইয়ের শিল্পীরা, সম্প্রতি এমনি গুঞ্জন রটেছিল।

কেকের মৃত‍্যুর পর অভিযোগের তীর গিয়েছিল নজরুল মঞ্চ ও অনুষ্ঠানের আয়োজকদের দিকে। অতিরিক্ত দর্শক সংখ‍্যা, অডিটোরিয়ামের ভেতরে বন্ধ এসির জন‍্যই কেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, অনেকেই এমন দাবি করেছিলেন। এমনকি সম্প্রতি মুম্বইয়ের শিল্পী অর্জুন কানুনগোও নজরুল মঞ্চের ভয়াবহ অব‍্যবস্থার অভিযোগ করেছেন।

handout 01may15 fe kk 314 kk 50455773
শোনা যাচ্ছে, কলকাতায় অনুষ্ঠান করতে আসার জন‍্য নাকি নতুন সব নিয়ম চাপিয়েছেন বলিউড শিল্পীরা। অনেক আলোচনার পর নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত‍্যিই কি মুম্বই থেকে শিল্পীরা কলকাতামুখো হতে চাইছেন না? সংবাদ মাধ‍্যমের প্রশ্নে সম্পূর্ণ অন‍্য উত্তর দেন আয়োজকরা।

মুম্বইয়ের শিল্পীরা কলকাতায় আসতে চাইছেন না, এ খবর ভুয়ো। এমনকি সোনু নিগম, জাভেদ আলির মতো জনপ্রিয় তারকারাও নাকি শীঘ্রই অনুষ্ঠানের চূড়ান্ত ডেট দেবেন বলে জানান তোচন ঘোষ। তিনি গত ৩০ বছর ধরে মুম্বইয়ের শিল্পীদের কলকাতায় অনুষ্ঠানের আয়োজন করছেন।

কেকের মৃত‍্যুর ঠিক পরে পরেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুনিধি চৌহান ও জুবিন নটিয়ালের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সরকারি কারণে বাতিল করে দেওয়া হয় সে অনুষ্ঠান। কিন্তু তখনো রটেছিল, কেকের মৃত‍্যুর পরেই নাকি কলকাতায় আসতে ভরসা পাচ্ছেন না সুনিধি জুবিনরা।

kk kolkata 1
আয়োজক বলেন, কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তার জন‍্য শিল্পীদের অনুষ্ঠান তো বন্ধ হতে পারে না। নতুন শর্ত চাপানোর খবরও উড়িয়ে দিয়েছেন তোচন ঘোষ। এমন কোনো শর্তর কথাই কেউ বলেননি বলে জানান তিনি। আগে যে সমস্ত সুবিধা শিল্পীদের দেওয়া হত এখনো সেগুলোই দেওয়া হবে। আর থাকবে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের ব‍্যবস্থা।

আরেকজন আয়োজক জানান, চলতি মাসের ২৪, ২৫ ও ২৬ তারিখ কলকাতায় অনুষ্ঠান করবেন সোনু নিগম, অমিত কুমার, বাবুল সুপ্রিয়, বিনোদ রাঠোরের মতো তারকারা। সেটাও হবে নজরুল যঞ্চেই। কেকের জীবনের শেষ অনুষ্ঠানের স্মৃতি বিজড়িত হয়ে থাকবে ওই অডিটোরিয়াম।


Niranjana Nag

সম্পর্কিত খবর