এবারও পারলো না সবুজ মেরুন শিবির! ছাঙতের গোলে যুবভারতীতে জয় মুম্বাই সিটি এফসি-র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একটা পজিটিভ স্ট্রাইকারের অভাবে ভুগলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যার কারণে এবারও মুম্বাই ফাঁড়া কাটলো না সবুজ মেরুণ শিবিরের। এটিকে এবং মোহনবাগান মার্জ হওয়ার পর থেকে আইএসএলে (ISL 2022/23) একবারও মুম্বাই সিটি এফসিকে (Mumbai City FC) হারাতে পারেনি তারা। শনিবারও সেই ধারা অব্যাহত রইলো। যুবভারতীতে ফেরান্দোর দলকে হারতে হল ১-০ ফলে।

যদিও লিগ লিডার হিসেবেই এই ম্যাচটায় মাঠে নেমেছিল মুম্বাই সিটি এফসি। ১ ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসির থেকে তারা ১ পয়েন্টে এগিয়ে ছিল। এটিকে মোহনবাগানের সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য ছিল ১০। যুবভারতীতে আজকের ম্যাচ জয়ের পর তাদের পয়েন্ট পার্থক্য দাঁড়ালো ১৩।

এটিকে মোহনবাগান আপাতত পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে। সবুজ মেরুন শিবির ধন্যবাদ জানাতে পারে বেঙ্গালুরু এফসি-কে। কারণ আজকের প্রথম ম্যাচে তারা ওড়িশার বিরুদ্ধে জয়লাভ করায় চার নম্বরে নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছে ফেরান্দোর ছেলেরা। রয় কৃষ্ণা, পাবলো পেরেজ এবং রোহিত কুমারের গোলে ওড়িশা এফসিকে ৩-১ ফলে হারিয়েছিল বেঙ্গালুরু।

আজ অবশ্য মুম্বাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে এটিকে মোহনবাগান। প্রথমার্ধে হয়তো মুম্বাই কিছুটা বেশি শক্তিশালী ছিল। কিন্তু গোল পাওয়ার জন্য তাদের নির্ভর করতে হয়েছে লালিয়ানজুয়ালা ছাঙতের ব্যক্তিগত দক্ষতার ওপর। ম্যাচের ২৯ মিনিট নাগাদ দুরন্ত গোল করে তিনি মুম্বাই সিটিকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান চেষ্টা করেছিল যথেষ্টই। পরিসংখ্যান বলছে মুম্বাইয়ের গোল লক্ষ্য করে ২৭ টি শট নিয়েছিল সবুজ মেরুণ শিবির। কিন্তু তার মধ্যে কেবলমাত্র পাঁচটি শট টার্গেটে ছিল। লিগ টেবিলের প্রথম দুই স্থানে থাকা দুই দলের চেয়ে দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান। যদিও তারা এখনও একটি ম্যাচ কম খেলেছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর