ম্যাঞ্চেস্টার সিটির হাত ধরে বিশ্ব মঞ্চে পৌঁছনোর স্বপ্ন শুরু মুম্বাই সিটি এফসির।

এই মুহূর্তে কলকাতায় পৌঁছেছেন মুম্বাই সিটি এফসি খেলোয়াড়রা কারণ তাদের ম্যাচ রয়েছে এটিকের বিরুদ্ধে। তবে সেই সব এর থেকেও এখন মুম্বাই সিটির কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি সঙ্গে তাদের নাম অন্তর্ভুক্ত হওয়া। আইএসএলে ভালো দল তৈরি করলেও এখনো পর্যন্ত আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি মুম্বাই সিটি এফসির। বলিউড তারকা রণবীর কাপুরের দল মুম্বাই সিটি এফসির সফলতা বলতে গেলে তারা মাত্র একবার শেষ চারে পৌঁছেছেন।

এই বছর শুরুতেই কেরালা ব্লাস্টার কে হারিয়ে দুর্দান্ত আইএসএল যাত্রা শুরু করলেও তারপরে ছন্দপতন ঘটে মুম্বাই সিটি এফসির। একের পর এক ম্যাচ হেরে এই মুহূর্তে লীগ তালিকার একেবারে শেষের দিকে অবস্থান করেছে মুম্বাই সিটি এফসি। শেষ চার ম্যাচে জয়ের মুখ খুলতে পারেনি মুম্বাই সিটি এফসি। তারা হেরেছে দুটি ম্যাচ একটি ওড়িশা এফসি এবং অপরটি এফসি গোয়ার সাথে। এছাড়াও ড্র করেছে চেন্নাইয়িন এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসির সাথে। পাঁচটি ম্যাচ খেলে এখনো পর্যন্ত মাত্র পাঁচ পয়েন্ট সংগ্রহ করে তালিকার সপ্তম স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি। এই মুহূর্তে তাদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা যোগাচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে তাদের ঐতিহাসিক চুক্তি।

nita ambani mumbai city fc bought by cfg

ম্যানচেস্টার সিটি এফসি ভারতীয় ফুটবল এবং মুম্বাই সিটি এফসি ফুটবলের উন্নতি করার জন্য এই মুহূর্তে মুম্বাই সিটি এফসির 65% মালিকানা কিনে নিয়েছে। আর তারপরে ম্যানচেস্টার সিটির এক কর্মকর্তা জানিয়েছেন যে ভারতীয় ফুটবলের সাংস্কৃতি বোঝাটা খুবই জরুরী তবেই ভারতীয় ফুটবলের উন্নতি করা যাবে। আমরা তাই মুম্বাই সিটির সাথে চুক্তিবদ্ধ হলাম যাতে মুম্বাই সিটি এফসির পাশাপাশি ভারতীয় ফুটবলের উন্নতি ঘটাতে পারি। মুম্বাই সিটির কোচ এবং ফুটবলাররা জানিয়েছেন এটা অবশ্যই আমাদের কাছে একটা গর্বের বিষয়। ম্যানচেস্টার সিটির মত এত বড় ক্লাব আমাদের সাথে চুক্তি করেছে। সেই সাথে তারা এটাও জানিয়েছেন যে এবার ম্যানচেস্টার সিটির হাত ধরে আরো উন্নয়ন ঘটবে মুম্বাই সিটি এফসির।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর