BJP-র মামলা খারিজ! মমতাকে নিয়ে বিরাট রায় আদালতের, চরম স্বস্তিতে মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়ে জাতীয় সঙ্গীতের অমর্যাদা (National Anthem Disrespect Case) করেছেন মমতা (Mamata Banerjee)! এই অভিযোগ তুলেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছিলেন গেরুয়া শিবিরের (BJP) এক নেতা। মঙ্গলবার সেই মামলারই রায় দিল আদালত।

মুম্বইয়ের একটি নিম্ন আদালতে তৃণমূল সুপ্রিমর বিরুদ্ধে মামলা করেছিলেন বিবেকানন্দ গুপ্ত নামে বিজেপি নেতা। এদিন সেই মামলায় আদালত জানিয়ে দিল, জাতীয় সঙ্গীতের অবমাননা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের রায়ে বিরাট স্বস্তিতে মমতা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে মুম্বইয়ের একটি দায়েরা আদালত। রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করেননি।

আরও পড়ুন: ঘেঁটে ঘ! অর্পিতার ‘ম্যানগ্রোভ’ সিনেমার পরিচালক, স্টোরি রাইটার সকলেই খাদ্য দফতরের

ঠিক কেন মামলা হয়েছিল? ২০২১ সালের শেষের দিকে ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন মমতা। নাগরিক সমাজের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে নাগরিক মঞ্চের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই সময় স্থানীয় এক বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা অভিযোগ তোলেন।

mamata bjp

বিজেপি ওই নেতার অভিযোগ ছিল, জাতীয় সঙ্গীত যখন শুরু হয় সেই সময় মুখ্যমন্ত্রী বসেছিলেন। পরে উঠে দাঁড়ালেও জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে আসেন। এভাবে জাতীয় সঙ্গীতের অমর্যাদা করেছেন মমতা। যা আইনত অপরাধ। এই নিয়েই দায়ের হয় অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে আদালত মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার সমন জারি করে। সেই সমনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যান মমতা। যদিও মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে আদালত জানিয়ে দেয় যে নিম্ন আদালতই এই মামলার বিচার প্রক্রিয়া দেখবে।

এরপর মুম্বইয়ের শিভড়ি দায়রা আদালত গত এপ্রিল মাসে পুলিশকে তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখতে বলে। আদালতের নির্দেশ মতো পুলিশ আদালতে রিপোর্টও জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করেননি বলে রায় দিল আদালত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর