জয় দিয়েই মরশুম শেষ করলো রোহিতের মুম্বাই, পন্থের দিল্লি নয়, IPL প্লে-অফ খেলবে কোহলির RCB

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লি ক্যাপিটালস নয়, আইপিএলের প্লে অফ খেলবে ফ্যাফ দু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলি, ম্যাক্সওয়েলদের গত ম্যাচের লড়াই বৃথা গেল না। ঈশান কিষান, যশপ্রীত বুমরাদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে মরশুমের শেষটা মুম্বাই সুন্দর ভাবে করতেই আরসিবির চার নম্বর জায়গাটা নিশ্চিত হয়ে গেল। দিল্লি ক্যাপিটালসের ভাগ্য নিজের হাতে ছিল। কিন্তু তারা জয় পেতে ব্যর্থ হয়।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। কিন্তু ব্যাট করতে নেমে ব্যর্থ দিল্লি ক্যাপিটালসের দুই তারকা ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। রিশভ পন্থ ও পৃথ্বী শ নিজেদের পরিচিত ঢংয়ে ব্যাটিং করার বদলে ইনিংস সামলাতে কিছুটা স্লো ব্যাটিং করেন। পন্থ ৩৯ এবং শ ২৪ রান করে আউট হন। শেষপর্যন্ত রোভম্যান পাওয়েলের ৪৩ এবং অক্ষর প্যাটেলের ১০ বলে ১৯ রানের ইনিংসে ভর করে বোর্ডে ১৫৯ রান তোলে দিল্লি। দুরন্ত বোলিং করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন যশপ্রীত বুমরা।

রান তাড়া করতে নেমে আজ ব্যর্থ রোহিত শর্মা। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেন অপর ওপেনার ঈশান কিষান। আজ দলে ফিরে গুরুত্বপূর্ণ ৩৭ রানের ইনিংস খেলেন ডিওয়াল্ড ব্রেভিস। তিলক ভার্মাও ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে মুম্বাইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।

অপরদিকে টিকে ছিলেন ঈশান। কিন্তু অর্ধশতরানের থেকে মাত্র ২ রান দূরে কুলদীপ যাদবের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর ১১ বলে ৪টি ছক্কা ও ২টি চার সহ ৩৪ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে মুম্বইকে জয় পেতে সাহায্য করেন টিম ডেভিড। ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। যদিও ম্যাচ জিতেও টেবিলে সবার নীচে শেষ করলো রোহিতরা। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৫-এ শেষ করলো দিল্লি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর