বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকলো ক্রিকেটপ্রেমীরা। রবি এবং সোমবারে পরপর দুটি শেষ বলে শেষ হওয়া টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচের পর মঙ্গলবারও ম্যাচ শুরুর আগে লিগ টেবিলের শেষ স্থানে থাকা দুই দলের মধ্যে শেষ ওভারের শেষ বল অবধি গড়ানো একটি উত্তেজক ম্যাচ উপহার পেলো দর্শকরা। শেষপর্যন্ত ছয় উইকেটে ম্যাচ জিতে মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল মুম্বাই ইন্ডিয়ান্স। টানা চার ম্যাচ হেরে টেবিলের তলানিতেই থেকে গেল দিল্লি ক্যাপিটালস।
আজ মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির ইনিংস শুরু হওয়া মাত্র লোকে বুঝে যায় যে আজও তাদের ব্যাটিংয়ের চিত্রটা একই রকম হতে চলেছে। এক প্রান্ত সামলে রেখে ধীরগতিতে রান তুলতে থাকেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অপর দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। মনীশ পান্ডে (২৬) এবং পৃথ্বী শ (১৫) ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করে ৪৩ বলে নিচের অর্ধশতরান সম্পূর্ণ করেন ওয়ার্নার। আইপিএলে মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার, অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি ভালোভাবেই রয়েছেন। কিন্তু তার এই ইনিংসগুলি দলের কতটা কাজে লাগছে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু আজ দিল্লির হয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান অক্ষর প্যাটেল। মাত্র ২২ বলে নিচের অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। কিন্তু দলকে বিশাল বড় রানের স্কোর অবধি নিয়ে যেতে পারেননি তিনি বা ওয়ার্নারের কেউই। বেহেরনডর্ফের করা ১৯ তম ওভারে ৪ উইকেট হারায় দিল্লি। তার এবং পীযুষ চাওলার (৩/২২) দুর্দান্ত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় দিল্লি।
এরপর মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের রান তারা করার শুরুটা অত্যন্ত আগ্রাসী ভাবে করে। তাদের ওই ওপেনিং পার্টনারশিপ ম্যাচের চিত্রটা অনেকটা পরিষ্কার করে দিয়েছিল। রোহিত শর্মার ভুলে ঈশান কিষান ব্যক্তিগত ৩১ রানের স্কোরে রান আউট হলেও তখন ৪৫ বলে ৭১ রান তুলে ফেলেছিল মুম্বাই। তিলক ভার্মার সঙ্গে একটি ৬৮ রানের পার্টনারশিপ করার সময় নিজের অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ৩৫২ দিন পর আইপিএলে অর্ধশতরান করতে পেরেছেন রোহিত।
এরপর যখন মনে হচ্ছিল মুম্বাই পুরোপুরি ম্যাচ নিয়ে বেরিয়ে গিয়েছে ঠিক তখন এক ওভারে তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবকে আউট করে দিল্লিকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন বাংলা রঞ্জি দলের বলার মুকেশ যাদব। তারপরের ওভারেই মুস্তাফিজুর রহমানের বলে অভিষেক পোড়েল অর্ধশতরান করা রোহিত শর্মার অসাধারণ একটি ক্যাচ নিয়ে লিখে ম্যাচের ফেরার আরেকটি সুযোগ করে দেন। ৪৫ বলে ছটি চার এবং চারটি ছক্কা সহ ৬৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। কিন্তু তাতে লাভ হয়নি মুস্তাফিজুরের করা ১৯ তম ওভারে পরপর দুটি ছক্কা মেরে শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৫ রানের টার্গেট বাকি রাখেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। কিন্তু তা সত্ত্বেও শেষ ওভারে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসার অনরিখ নোকিয়া। কিন্তু শেষ পর্যন্ত শেষ বলে দুই রান নিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।