বৃথা গেল ভেঙ্কটেশের শতরান! ঈশানের অর্ধশতরানে ভর করে KKR-কে হারিয়ে দুরন্ত জয় মুম্বাইয়ের  

Last Updated:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অসাধারণ শতরান করেও কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে ব্যর্থ হলেন ভেঙ্কটেশ আইয়ার। ঈশান কিষানের দুর্দান্ত অর্ধশতরান এবং আজকের মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব ও টিম ডেভিডের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ম্যাচ জিতে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচে মূল তফাৎ গড়ে দিলো পীযুষ চাওলা ও ঋত্বিকের দুরন্ত বোলিং। বাকি মুম্বাই বোলাররা অসহায় আত্মসমর্পণ করেছেন সামনে।

আজ পেটের সমস্যার কারণে টস ও ফিল্ডিং করতে নামতে পারেননি মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার বদলে দলে জায়গা পান অর্জুন টেন্ডুলকার। আজ সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে টস করতে নামেন এবং টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

আজ শুরু থেকেই ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন। তার আক্রমণের হাত থেকে মুম্বাইয়ের প্রায় কোনও বোলারই রেহাই পায়নি। কিন্তু অপর দিক থেকে কোনও সাহায্যও পাননি তিনি। ৪৯ বলে নিজের শতরান সম্পূর্ণ করে শেষপর্যন্ত ১০৪ রানে আউট হন তিনি।

venky iyer

এরপর রাসেল কিছুটা আগ্রাসী ব্যাটিং করে ১১ বলে ২৩ রান করে কেকেআরকে ১৮৫ রান তুলতে সাহায্য করেন। মুম্বাইয়ের হয়ে সেরা বোলিং করেন পীযুষ চাওলা। নিজের পুরোনো দলের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এছাড়া ২টি উইকেট নিয়েছেন ঋত্বিক শওকিনও।

এরপর রান তাড়া করতে নেমে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামা রোহিত ও ঈশান। তাদের মধ্যে ২৯ বলে ৬৫ রানের পার্টনারশিপ হয়। অসাধারণ ব্যাটিং করে ২৫ বলে ৫টি চার ও ৫টি ছক্কা সহ ৫৮ রান করেন তিনি। এরপর সূর্যকুমার (৪৩) ও তিলক ভার্মা (৩০) ঠান্ডা মাথায় দলকে জয়ের দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যান। শেষে ১৩ বলে ২৪ রান করে ১৪ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন।

 

X