বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার IPL ২০২৫-এর ৫৬ তম ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং গুজরাট টাইটান্সের মধ্যে খেলা হয়। ওই ম্যাচে, শেষ বলে গুজরাট টাইটান্সের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজয়ের মুখোমুখি হতে হয়। এই ম্যাচের পর, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সহ পুরো দলের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে, পুরো দলকে জরিমানা করা হয়েছে। এর পেছনের কারণটিও সামনে এসেছে।
বড়সড় জরিমানার সম্মুখীন মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians):
মূলত, স্লো ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪৭ রানের টার্গেট ডিফেন্ড করতে গিয়ে নির্ধারিত সময়ে পুরো ওভার বল করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।এই কারণেই শেষ ওভারে যখন গুজরাট টাইটান্সের জয়ের জন্য ১৫ রানের প্রয়োজন ছিল, তখন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩০ গজের বাইরে মাত্র ৪ জন খেলোয়াড়কে মাঠে নামানোর অনুমতি দেওয়া হয়।
জানিয়ে রাখি যে, IPL-এর এই মরশুমে স্লো ওভার রেটের ক্ষেত্রে এটি মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দ্বিতীয় ভুল এবং এর কারণে হার্দিক পান্ডিয়াকে ২৪ লক্ষ টাকার বিশাল জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি, প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। কনকাশন সাব এবং ইমপ্যাক্ট সাব সহ প্রত্যেক খেলোয়াড়কে ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানা গিয়েছে।
হার্দিক পান্ডিয়াকে ২৪ লক্ষ টাকার জরিমানা: ইতিমধ্যেই IPL-এর তরফে জারি করা এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “এই মরশুমে IPL- এর কোড অফ কন্ডাক্ট-এর অধীনে ওভার রেটের বিষয়ে হার্দিক পান্ডিয়ার দলের এটি দ্বিতীয় ভুল ছিল। এর কারণে, হার্দিককে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”
আরও পড়ুন: দেশজুড়ে যুদ্ধকালীন মহড়া! বাড়িতে রাখুন টর্চ-মেডিক্যাল কিট-টাকা, মক ড্রিলের সময়ে কী কী করবেন?
জানিয়ে রাখি যে, মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ সম্পন্ন হয়েছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে গুজরাট টাইটান্স ৩ উইকেটে জয়লাভ করে। যার ফলে, মুম্বাই দল তাদের টানা সপ্তম জয় অর্জন থেকে বঞ্চিত হল। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে। জবাবে, গুজরাট টাইটান্স ১৯ ওভারে DLS পদ্ধতিতে ওই রান তাড়া করে ফেলে। ৩ উইকেট বাকি থাকতে শেষ বলে ম্যাচ জিতে যায় গুজরাট। এদিকে, গুজরাটের এই জয়ের নায়ক ছিলেন অধিনায়ক শুভমান গিল। তিনি ৪৩ রানের ইনিংস খেলেছিলেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: