বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম মরশুমের নবম ম্যাচটি রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে রাজস্থান দল। মুম্বাই ইন্ডিয়ান্সে জন্য, একজন বোলার ব্যতীত সমস্ত বোলাররা ৮-এর বেশি ইকোনমিতে রান খরচ করে, বোলারদের এই অবস্থার পিছনে কারণ ছিল জস বাটলারের ইনিংস। কিন্তু বাটলারের কাছেও এই ম্যাচে একটি মারাত্মক বল সামলানোর মতো কোনও উত্তর ছিল না। এই বলটিই হয়ে ওঠে বাটলারের ইনিংসের শেষ বল।
এই ম্যাচে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার দুরন্ত ব্যাটিং করেন। তবে বাটলারকে শেষপর্যন্ত হার মানতে হয় যশপ্রীত বুমরা। বুমরার চতুর্থ এবং ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলেই সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার। এরপর একই ওভারের শেষ বলে একটি নিখুঁত ইয়র্কার দিয়ে বাটলারের উইকেট উড়িয়ে দেন বুমরা। জস বাটলার উইকেট ছেড়ে শট খেলার চেষ্টা করেছিলেন কিন্তু বুমরাহের ইয়র্কারের কোনো উত্তর ছিল না তার কাছে। বাটলার বুমরাহ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের প্রায় প্রত্যেক বোলারকেই কড়া প্রহার করেন। যশপ্রীত বুমরার এই উইকেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
Jasprit Bumrah Send Off to Joss Buttlerhttps://t.co/8diQZeQtht
— MohiCric (@MohitKu38157375) April 2, 2022
এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মুম্বাইয়ের তারকা পেসার। বুমরাহ ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। যশস্বী জয়সওয়াল বুমরাহের প্রথম শিকার হন এবং রাজস্থানের ইনিংসের ১৯ তম ওভারে বুমরাহ ২ উইকেট নেন। তিনি ওভারের দ্বিতীয় বলে বিপজ্জনক হেটমায়ারকে (৩৫) আউট করেন, এরপর পঞ্চম বলে বাটলারকে(১০০) বোল্ড করেন। আর অশ্বিনও এই ওভারের শেষ বলে রান আউট হন।
রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের নায়ক ওপেনার জস বাটলার। ৬৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন বাটলার। আইপিএল ক্যারিয়ারে এটি বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি। তিনি ৬৮ বলে ১১ টি চার ও ৫টি ছক্কা সহ ১০০ রান করেন। বাটলার ছাড়াও অধিনায়ক সঞ্জু স্যামসন ২১ বলে ৩০ রান এবং শিমরন হেটমায়ার ১৪ বলে ৩৫ রান করে দলের স্কোর ১৯৩ রানে নিয়ে যান।