এবার বড় ঘোষণা করল MI! এই কিংবদন্তি ক্রিকেটারকে দেওয়া হল বিরাট দায়িত্ব, জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL-এর আগে একাধিক বড় আপডেট সামনে আসছে। এমনিতেই মেগা নিলামের পরিপ্রেক্ষিতে সমস্ত দল এখন নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। আবার অনেকেই তাদের কোচিং স্টাফেও পরিবর্তন আনছেন। সেই তালিকায় যুক্ত হল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। IPL-এ ৫ বারের চ্যাম্পিয়ন এই দল চলতি বছরের IPL-এ ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

বড় ঘোষণা করল মুম্বাই ইন্ডিয়ান্স।(Mumbai Indians):

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুম্বাই (Mumbai Indians) এবার শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেকে নিযুক্ত করেছে। যিনি ওই দলকে তিনবার চ্যাম্পিয়ন করেছেন। জানিয়ে রাখি যে, মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ তথা দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারকে বরখাস্ত করে এই দায়িত্ব দেওয়া হয়েছে জয়বর্ধনেকে।

আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন মাহেলা জয়বর্ধনে: প্রসঙ্গত উল্লেখ্য যে, মাহেলা জয়বর্ধনে (Mumbai Indians) মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে অত্যন্ত সফল। তিনি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ের মধ্যে, MI ৩ বার IPL চ্যাম্পিয়ন হয়। জয়বর্ধনের আমলে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে জিতেছিল। এদিকে, ২০২২-এর মরশুমের পর, জয়বর্ধনের ভূমিকা পরিবর্তন করা হয় এবং তাঁকে ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অফ পারফরম্যান্স করা হয়। যেখানে, জয়বর্ধনে MI ফ্র্যাঞ্চাইজির ৪ টি দলের কোচিং এবং স্কাউটিং দেখাশোনা করতেন।

আরও পড়ুন: হয়ে যান সর্তক! সাইবার অ্যাটাকের সম্মুখীন ভারতের এই সংস্থা, হল ৩ কোটি গ্রাহকের ডেটা লিক

এদিকে, হেড কোচ হিসেবে ফের দায়িত্ব পাওয়ার পর জয়বর্ধনে জানিয়েছেন, “MI (Mumbai Indians) পরিবারের মধ্যে আমার যাত্রা সর্বদা বৃদ্ধির ছিল। ২০১৭ সালে, সর্বকালের সেরা ক্রিকেট খেলার জন্য একদল প্রতিভাবান ব্যক্তিকে একত্র করার দিকে মনোনিবেশ করা হয় এবং আমরা খুব ভালো করেছি। এখন ইতিহাসের সেই মুহূর্তে এটি একটি উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় আছি।”

আরও পড়ুন: ক্রমাগত খারাপ পারফরম্যান্স! পাকিস্তানের দল থেকে বাদ পড়লেন বাবর সহ একাধিক তারকা খেলোয়াড়

মার্ক বাউচারের আমলে মুম্বাইয়ের পারফরম্যান্স ছিল খুবই খারাপ: মুম্বাই (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজি IPL ২০২৩-এর আগে মার্ক বাউচারকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছিল। সেই মরশুমে, মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে পৌঁছলেও চলতি বছরে অর্থাৎ, ২০২৪-এর IPL-এ মুম্বাই প্লে-অফে পৌঁছতে পারেনি। IPL-এর এই মরশুমে, মুম্বাই ইন্ডিয়ান্স ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৪ টি জিতেছে এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষ স্থানে ছিল। এমন পরিস্থিতিতে, আসন্ন মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সকে জয়ের পথে ফিরিয়ে আনাই আসল চ্যালেঞ্জ হবে মাহেলা জয়বর্ধনের।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর