আম দিয়েই কোহলির বদলা নিলেন MI-এর ক্রিকেটাররা! পাত্তা দিই না বলা নবীনকে দেখালেন নিজের জায়গা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) লখনৌ সুপার জায়ান্টসকে (LSG) হারিয়ে গতকাল আইপিএলের (IPL 2023) প্রথম এলিমিনেটর জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার (Rohit Sharma) দল এবার দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (Gujrat Titans)। মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে যেন রক্তের স্বাদ পেয়ে জেগে ওঠা বাঘ। তাদের বিরুদ্ধে আর নিজেদের সুরক্ষিত মনে করবেনা কোনও পক্ষই। তাদের আত্মবিশ্বাসে এতটাই তুঙ্গে যে গতকাল ম্যাচ জেতার পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা লখনৌয়ের আফগান পেসার নবীন উল হককে (Naveen ul Haq) প্রায় সরাসরি ব্যঙ্গ করেছেন।

কাল তার দল ম্যাচ হারলেও আফগান পেসার মোটামুটি ভালোই বোলিং করেছিলেন এবং চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। গত কয়েক ম্যাচের মতন এই ম্যাচেও চেন্নাইয়ে যখন তিনি বোলিং করতে নিজের রানা আপে ছুটছিলেন তখন গোটা গ্যালারি ‘কোহলি, কোহলি’ ধ্বনি তুলে তাকে বিব্রত করার চেষ্টা করছিল। যদিও ম্যাচ শেষে তিনি জানিয়েছেন যে এই ধরনের ঘটনা তাকে বিব্রত করে না। বরং আরও ভালো পারফরম্যান্স করার জন্য তাকে উদ্বুদ্ধ করে।

কিন্তু এর আগে তিনি নিচে দুইবার টিভিতে বিরাট কোহলির দলের অর্থাৎ আরসিবির ম্যাচ দেখার সময় তাদের হার উদযাপন করেছিলেন। লিক পর্বের মাঝে একটি খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যখন আরসিবি হারে তখন ম্যাচটির টিভি স্ক্রিনে চলছে এমন অবস্থায় তিনি কিছু আম নিয়ে বসে আছেন, সেই ছবি পোস্ট করেছিলেন নবীন। এরপর গুজরাট টাইটান্স এর কাছে হেরে যখন আরসিপির প্লেয়ার হয়ে ওঠার আশার শেষ হয়ে যায় তখন এক আফ্রিকান সাংবাদিকের ব্যাঙ্গাত্মক হাসির ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

আইপিএলে প্রচুর এমন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যারা বিরাট কোহলির ভক্ত। কাল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নানা বা তিন ক্রিকেটার, সন্দীপ ওয়ারিয়ার বিষ্ণু বিনোদ এবং কুমার কার্তিকেও তাই পাল্টা দিয়েছেন নবীনকে। মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌকে হারিয়ে দেওয়ার পর তারা একটি টেবিলে তিনটি আম রেখে একজন চোখ বুজে, একজন কান বুজে এবং একজন মুখ বুজে ছবি পোস্ট করেছেন।

এখান থেকে স্পষ্টই বোঝা যায় যে ব্যাপারটা আর শুধুমাত্র আরসিবি এবং এলএসজির মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই প্রতিবেদনে অন্তত একবার কালকে যার জন্য মুম্বাই ৮১ রানের ব্যবধানে ম্যাচ জিততে পেরেছে তার নাম উল্লেখ না করলে অন্যায় করা হবে। আকাশ মাধোয়াল, ভোমরার অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স ডেথ বোলিংয়ে নতুন ভরসা হয়ে উঠেছেন তিনি কাল আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে কারোর করা সবচেয়ে স্মরণীয় স্পেলটি করেছেন। নিজের চার ওভার সম্পূর্ণ না করেই মাত্র পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তাকে নিয়ে কিছুটা চাপেই থাকবে গুজরাট টাইটান্স।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর