বাবা অটো রিকশা চালক! ডোমেস্টিক ক্রিকেট না খেলেই দাপট IPL-এ, কীভাবে ভিগনেশকে খুঁজে পেল MI?

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এর তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৪ উইকেটে পরাজিত করেছে। তবে, ওই ম্যাচে চেন্নাই জিতে গেলেও রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অপরিচিত এক বোলার। ওই বোলারের নাম ভিগনেশ পুথুর। যিনি রোহিত শর্মার পরিবর্তে “ইম্প্যাক্ট প্লেয়ার” হিসেবে ম্যাচে প্রবেশ করেছিলেন এবং চিপকে রীতিমতো ঝড় তুলে দেন।

কীভাবে ভিগনেশকে খুঁজে পেল MI (Mumbai Indians)?

কেরালার মালাপ্পুরম থেকে IPL-এ সফর: চায়নাম্যান বোলার ভিগনেশ পুথুরের অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে ওই ম্যাচ আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা বজায় থাকে। এক সময় মনে হচ্ছিল যে CSK খুব সহজেই এই ম্যাচটি জিতে যাবে। কিন্তু, তারপরে ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে, শিবম দুবে এবং দীপক হুদার মতো শক্তিশালী ব্যাটারদের পরপর ৩ ওভারে আউট করে সবাইকে চমকে দেন ভিগনেশ। ওই ম্যাচে মুম্বই যদি আরও ১০ থেকে ১৫ রান করত, তাহলে হয়তো তারা ম্যাচটি জিততে পারত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, IPL-এ অভিষেক ম্যাচ খেলতে নামা ভিগনেশ ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছিলেন। আর সেই কারণে তাঁর অভিষেক ম্যাচটি স্মরণীয় হয়ে উঠবে।

জানিয়ে রাখি যে, ২৪ বছর বয়সী ভিগনেশ কেরালার মালাপ্পুরমের বাসিন্দা এবং তাঁর বাবা একজন অটোরিকশা চালক। জেনে অবাক হবেন যে, ভিগনেশ এখনও পর্যন্ত সিনিয়র স্তরে কেরালার হয়ে একটি ম্যাচও খেলেননি। এমতাবস্থায়, IPL-এর মতো বড় টুর্নামেন্টে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য। ভিগনেশ প্রথমে মিডিয়াম পেস বল করতেন। কিন্তু কেরালার ক্রিকেটার মহম্মদ শেরিফ তাঁকে স্পিনার হওয়ার পরামর্শ দেন।তারপরেই স্পিন বোলিং শুরু করেন ভিগনেশ। স্থানীয় লিগ এবং কলেজ টুর্নামেন্টে ক্রমাগত অনুশীলনের কারণে তাঁর স্পিন বোলিং আরও উন্নত হয়। তারপর, সেন্ট থমাস কলেজ এবং জলি রোভার্স ক্রিকেট ক্লাবের জন্য দুর্দান্ত পারফরম্যান্সের পরে, তিনি কেরালা T20 লিগের প্রথম মরশুমের জন্য নির্বাচিত হন।যেখানে তিনি আলেপ্পি রিপলস দলের অংশ হয়েছিলেন।

Mumbai Indians Vignesh Puthur IPL update.

ট্রায়ালে দেখিয়েছিলেন প্রতিভা… তারপরে যান দক্ষিণ আফ্রিকায়: কেরালা T20 লিগের প্রথম মরশুমে ভিগনেশ ৩ টি ম্যাচ খেলে ২ টি উইকেট নিয়েছিলেন। তবে সেই সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটিং দলের নজরে পড়ে জন তিনি। এরপর তাঁকে MI (Mumbai Indians)-তে ট্রায়ালের জন্য ডাকা হয়। সেখানে ভিগনেশ নির্ভুলতা এবং চাপের মধ্যেও শান্ত থাকার ক্ষমতা দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপরে যখন নিলাম হয়েছিল, মুম্বাই তাঁকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইস দিয়ে সই করিয়েছিল।

আরও পড়ুন: পাত্তা পেলনা আমেরিকার হুমকি! রাশিয়ার হাত ধরে এবার ভারত যা করল…..জানলে হবেন “থ”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ভিগনেশ পুথুরকে তাঁর বোলিং আরও উন্নত করার জন্য দক্ষিণ আফ্রিকায় পাঠায়। যেখানে তিনি SA20 লিগের দল MI (Mumbai Indians) কেপটাউনে একজন নেটবলার হিসেবে যোগ দেন। সেখানে তিনি রশিদ খানের মতো খেলোয়াড়দের সাথে তাঁর দক্ষতা আরও উন্নত করতে কাজ করেন। T20 ক্রিকেটের সেরা খেলোয়াড়দের সাথে খেলার অমূল্য অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে। তারপরে IPL ২০২৫ শুরু হওয়ার আগে ডিওয়াই পাটিল T20 টুর্নামেন্টে রিলায়েন্স দলের হয়ে ৩ টি ম্যাচও খেলেছিলেন ভিগনেশ।

আরও পড়ুন: খেলার মাঠেই হার্ট অ্যাটাক! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ পারস মামব্রে এই তরুণ বোলার সম্পর্কে বলেছেন, “আমাদের প্রতিভা চিনতে পারে এমন খেলোয়াড় আছে। আমি মনে করি MI (Mumbai Indians) অন্য যেকোনও কিছুর চেয়ে প্রতিভাকে বেশি গুরুত্ব দেয়। যখন আমরা তাকে ট্রায়ালের জন্য ডেকেছিলাম, আমরা তার মধ্যে সম্ভাবনা দেখেছিলাম। সে আগে কত ক্রিকেট খেলেছে তা দেখা হয়নি। আমাদের দিক থেকে আমরা শুধু ভেবেছিলাম যে তার প্রতিভা আছে। এখন আপনারা IPL-এও এটি দেখেছেন।” এমতাবস্থায়, IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচেই সকলের মন জিতে নিয়েছেন ভিগনেশ। এমনকি চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাচের পরে এই তরুণ স্পিনারের প্রশংসা করেন। আর এইভাবেই অভিষেক ম্যাচেই ভিগনেশ দেখিয়েছেন যে তিনি “লম্বা রেসের ঘোড়া” হতে চলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর