বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল হল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ বার আইপিএল ট্রফি জিতেছে যা অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির থেকে অনেক বেশি। গত বছর দুবাইয়ে ফাইনাল ম্যাচে ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মুম্বাই প্রমান করে দিয়েছিল কেন তারা সবার সেরা।
মুম্বাইয়ের এই সাফল্যের কারন মুম্বাই প্রত্যেক বছর নিলামের সময় নিজেদের উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। এবারও তাই হল। গতবছর যে সকল দেশীয় এবং বিদেশি খেলোয়াড় মুম্বাইয়ের হয়ে ভালো পারফরম্যান্স করেছিল মুম্বাই তাদের ধরে রাখতে সক্ষম হয়েছে।
মুম্বাই টিম ম্যানেজমেন্ট অত্যন্ত বুদ্ধিমান। তাই গতবছর মুম্বাই দলে যেসমস্ত খামতি গুলি ছিল এবার নিলামে সে গুলি ভরাট করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার নিলামে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে খেলোয়াড়দের উপর বিড ধরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারও মুম্বাই এমন দল তৈরি করেছে যে মুম্বাইকে হারানো বেশ কঠিন হবে অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির।
👀 Really Kiwick 🔥 https://t.co/munaeuZZmC
— Mumbai Indians (@mipaltan) February 18, 2021
এক নজরে দেখে নেওয়া যাক এবার কোন কোন খেলোয়াড়কে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
নাথান কুলটার নাইল পাঁচ কোটি, আডম মিলনে 3.2 কোটি, পীযূষ চাওলা 2.40 কোটি, জিমি নিশান 50 লক্ষ, যুধভির সিং 20 লক্ষ, অর্জুন টেন্ডুলকার 20 লক্ষ।